পর্দায় ডালিয়া ও অর্জুন, সৌজন্যে অভিমন্যুর 'গুগলি'

কিন্তু গুগলির জীবনটা কী ধাঁধার মতো হতে চলেছে নাকি সহজ খাতেই বইবে? সেটা জানতে অপেক্ষা করতে হবে ২৯ মার্চ পর্যন্ত।

কিন্তু গুগলির জীবনটা কী ধাঁধার মতো হতে চলেছে নাকি সহজ খাতেই বইবে? সেটা জানতে অপেক্ষা করতে হবে ২৯ মার্চ পর্যন্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফের একবার পর্দায় সোহম-শ্রাবন্তী।

সুন্দরী, বিবাহযোগ্যা মেয়ে বিয়ে করবে না বলে বেঁকে বসেছে। কারণটা তোতলামি। তার কথা জড়িয়ে যায়। কে বিয়ে করবে তাকে? অবশেষে ডালিয়ার ভালবাসার মানুষটিকে খুঁজে পাওয়া গেল। ঘটনাচক্রে সেও তোতলা। বিয়ে তো হয়ে গেল কিন্তু সন্তান নিতে চায় না ডালিয়া, মনে করে বাচ্চাটিও যদি তোতলা হয়। কথা হচ্ছে অভিমন্যু মুখোপাধ্যায়ের নতুন ছবির 'গুগলি' নিয়ে।

Advertisment

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। 'গুগলি' ছবিটিকে 'ইমোশনাল ফ্যামিলি ড্রামা' বলতেই স্বচ্ছন্দ পরিচালক। এই ছবির দৌলতেই আরও একবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। এই ছবিতে গুগলির ভূমিকায় অভিনয় করেছেন সৌম্যদীপ্ত সাহা। সোহম ও শ্রাবন্তীর চরিত্রের নাম অর্জুন ও ডালিয়া।

Advertisment

আরও পড়ুন, সেলুলয়েডে স্বপ্না বর্মনের চরিত্রে সোহিনী, স্বাগত জানালেন কোচ

পরিচালকের কথায়, “সোহম -শ্রাবন্তী আগে এরকম কাজ করেনি। ওদের আমরা কমার্শিয়াল ছবিতেই দেখে এসেছি বরাবর, তবে গুগলিকে ঠিক কমার্শিয়াল বলা যায় না।” ছবির চিত্রনাট্য লিখেছেন অভিমন্যু নিজেই। পরিচালক নিজেই এক্কেবারে নিশ্চিত যে মাল্টিপ্লেক্সের দর্শকরাও স্বাদ গ্রহণ করতে পারবেন গুগলির।

শিশুশিল্পীর ভূমিকায় ট্রেলারের এক ঝলকই চোখে পড়েছে সৌম্যদীপ্ত। এর আগে ধারাবাহিকে কাজ করেছে সৌম্যদীপ্ত। গুগলির সঙ্গীত পরিচাবনার দায়িত্বে রয়েছে স্যাভি ও প্রসেন। কিন্তু গুগলির জীবনটা কী ধাঁধার মতো হতে চলেছে নাকি সহজ খাতেই বইবে? সেটা জানতে অপেক্ষা করতে হবে ২৯ মার্চ পর্যন্ত। সেদিনই মুক্তি পাবে সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবি।

tollywood Srabanti Chatterjee