Advertisment

Vinesh Phogat: এত চেষ্টা! তারপরও কেন প্যারিস অলিম্পিকে ওজন কমাতে পারলেন না ভিনেশ?

Cut weight: আসল রহস্যটা তাহলে এটাই?

author-image
IE Bangla Web Desk
New Update
Vinesh Phogat, Paris Olympics, ভিনেশ ফোগত, প্যারিস অলিম্পিক,

Vinesh Phogat-Paris Olympics: ভিনেশ আগে ৫৩ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতেন। (রয়টার্স)

Paris Olympics Vinesh Phogat: ওজন কমাতে না পেরে প্যারিস অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগত। ফাইনাল ম্যাচের ঠিক আগে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। প্যারিস অলিম্পিকে ৫০ কেজি বিভাগে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। বুধবার সকালে জানা যায় যে, ওজন বেশি হওয়ায় ভিনেশ ফাইনালে নামতে পারবেন না।

Advertisment

ওজন কমানোটা কী?

কুস্তিগির, বক্সার এবং কমব্যাট স্পোর্টস অ্যাথলিটদের প্রতিযোগিতায় ওজনের বিভাগ রয়েছে। এই বিভাগগুলোতে বেশি ওজনের ক্রীড়াবিদদের অংশগ্রহণ করতে অনুমতি দেওয়া হয় না। আসলে, খেলার দুনিয়া চায় না যে, একজন অ্যাথলিট অপর অ্যাথলিটের থেকে প্রতিযোগিতায় বিশেষ কোনও সুবিধা পাক। এই পরিস্থিতিতে দেখা যায় যে, অনেক অ্যাথলিট ওজন কমিয়ে কম ওজনের বিভাগে নাম দিচ্ছেন। এটা কিন্তু আকছারই হয়ে থাকে।

Vinesh Phogat disqualified
Vinesh Phogat disqualified: সোনা হাতছাড়া ভিনেশের (টুইটার)

কুস্তিগিররা কখন ওজন কমান?

ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW)-এর নিয়ম অনুযায়ী অলিম্পিকে, কুস্তিগিরদের তাঁদের প্রতিযোগিতার সকালে ওজন করাতে হয়। কিন্তু, প্রথম দিনে ওজন করার আগে, একজন কুস্তিগিরকে তাঁদের লাইসেন্স এবং স্বীকৃতি-সহ মেডিকেল পরীক্ষা করাতে হয়। একজন কুস্তিগির একাধিকবার ওজন মাপাতে পারেন। কিন্তু, একদিনে ওজন করার জন্য মোট সময় ধার্য থাকে ৩০ মিনিট। যদি দুই দিন ধরে ওজন মাপা হয়, তবে ওজন মাপানোর জন্য একজন কুস্তিগির দ্বিতীয় দিন ১৫ মিনিট সময় পান। এক্ষেত্রে ওজন প্রতিযোগিতার সকালে মাপা হয়।

কেন ভিনেশ ফোগত ওজন কমাতে পারলেন না?

ভিনেশ ফোগতের স্বাভাবিক ওজন প্রায় ৫৫-৫৬ কেজি। যা প্রতিযোগিতার দিনে তাঁকে কমিয়ে ৫০ কেজিতে আনতে হয়। তার শরীরের ওজন ৫৫-৫৬ কেজির নীচে রাখা বেশ কঠিন বলে প্রমাণিত হয়েছে। কারণ, ঘাম ঝরিয়ে এতটা ওজন কমানো ভারতীয় কুস্তিগিরের কাছে অত্যন্ত কঠিন বলে প্রমাণিত হয়েছে। ভিনেশ আগে ৫৩ কেজি বিভাগে অংশ নিতেন। কিন্তু, পাতিয়ালার এনআইএস-এ ট্রায়ালের পর থেকেই তিনি ৫০ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করেন।

আরও পড়ুন- সোনা জয়ের মঞ্চে কেন বাতিল ভিনেশ! অলিম্পিকে প্রতিবাদের ‘আহ্বান’ স্বয়ং প্রধানমন্ত্রী মোদির

আরও পড়ুন- ভিনেশ ফোগাটকে বাদ দেওয়া হলো! জানুন কেন…

Wrestling Olympics Paris Olympics 2024 Vinesh Phogat
Advertisment