Advertisment

Explained: আদানি গ্রুপের বিরুদ্ধে স্টক ম্যানিপুলেশন, জালিয়াতির অভিযোগ, কী এই হিন্ডেনবার্গ রিসার্চ

দাম কমে গিয়েছে আদানিদের শেয়ারের।

author-image
IE Bangla Web Desk
New Update
Goutam_Adani

গৌতম আদানি

আদানি গ্রুপের বিরুদ্ধে স্টক ম্যানিপুলেশন এবং জালিয়াতির অভিযোগ করেছে হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা। এতে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম ব্যাপকভাবে কমে গিয়েছে। রিসার্চ সংস্থাটির অভিযোগ, আদানি গ্রুপ কয়েক দশক ধরেই স্টক ম্যানিপুলেশন এবং অ্যাকাউন্টিং জালিয়াতি প্রকল্পে জড়িত।

Advertisment

কখন দাম কমল?
সম্প্রতি এই গ্রুপের ২.৫ বিলিয়ন ডলারের শেয়ার অফার করার কথা। তার আগে শেয়ারের দাম কমে যাওয়ায় রীতিমতো বিপাকে আদানি গ্রুপ। মার্কিন বাণিজ্যকৃত বন্ড এবং নন-ইন্ডিয়ান ট্রেডেড ভেরিভেটিভ ইনস্ট্রুমেন্টের মাধ্যমে হিন্ডেনবার্গ সংস্থা আাদনি গ্রুপের সঙ্গে জড়িত। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, সেই হিন্ডেনবার্গ সংস্থাটির অভিযোগ যে আদানি গ্রুপের মূল কোম্পানিগুলোর প্রচুর দেনা আছে। যা কার্যত গোটা আদানি গ্রুপকেই অনিশ্চিত আর্থিক অবস্থানের দিকে ঠেলে দিয়েছে।

আদানি গ্রুপের বক্তব্য
আদানি গ্রুপ অবশ্য এই রিপোর্টকে মোটেও বিশেষ গুরুত্ব দিতে রাজি হয়নি। উলটে সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার জুগেসিন্দর সিং বলেন, 'এই প্রতিবেদন ভুল তথ্য দিয়েছে। বাসি খবর দিয়েছে। ভিত্তিহীন খবর দিয়েছে। মিথ্যে অভিযোগ করা হয়েছে।'

কীভাবে হিন্ডেনবার্গ গবেষণা করে?
হিন্ডেনবার্গ রিসার্চ তার ওয়েবসাইটে বলেছে যে সংস্থাটি ফরেনসিক এবং আর্থিক গবেষণায় বিশেষজ্ঞ। সংস্থাটির দাবি, বিনিয়োগ ব্যবস্থাপনা শিল্পে তাদের কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে, 'ইক্যুইটি, ক্রেডিট এবং ডেরিভেটিভ বিশ্লেষণের ওপর সংস্থাটির নজরদারির দীর্ঘ ইতিহাস রয়েছে।'

কীসের ওপর ভিত্তি করে গবেষণা?
হিন্ডেনবার্গ জানিয়েছে, তারা বিশ্বাস করে যে, 'অতিপ্রয়োজনীয় উত্স থেকে খুঁজে পাওয়া হার্ড-টু-ফাইন্ড তথ্য উন্মোচনের সবচেয়ে প্রভাবশালী গবেষণার ফলাফল'। সংস্থাটি বিশেষ করে 'অ্যাকাউন্টিং অনিয়ম'-এর সন্ধান করে। ব্যবস্থাপনা বা প্রধান পরিষেবা প্রদানকারীর ভূমিকা, অপ্রকাশিত লেনদেন, অবৈধ/অনৈতিক ব্যবসা, তার আর্থিক রিপোর্টিং, কোম্পানিগুলির অপ্রকাশিত নিয়ন্ত্রক, পণ্য বা আর্থিক সমস্যার মত বিষয়গুলোর ওপর তারা রিপোর্ট তৈরির সময় নজর রাখে।

আরও পড়ুন- পাঠান নিয়ে হইচই, তারই মাঝে শাহরুখকে নিয়ে ‘দিদি’র কাছে জোরালো দাবি বাংলা পক্ষের

হিন্ডেনবার্গ সংস্থার পিছনে কারা আছেন?
হিন্ডেনবার্গ রিসার্চ এলএলসি প্রতিষ্ঠা করেছিলেন নাথান (নেট) অ্যান্ডারসন (৩৮)। তিনি কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ব্যবসা ব্যবস্থাপনা নিয়ে অধ্যয়ন করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসার আগে থাকতেন জেরুজালেমে। সেখানে তিনি ফ্যাক্টসেট নামে একটি আর্থিক সফটওয়্যার কোম্পানির পরামর্শদাতার কাজ নেন। তারপরে ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কের ব্রোকার ডিলার ফার্মগুলোর পরামর্শদাতার দায়িত্ব নেন। ২০২১ সালের জুন মাসে ফিনান্সিয়াল টাইমস-এ প্রকাশিত হয়েছিল অ্যান্ডারসনের জীবনকাহিনি।

Read full story in English

Adani USA Share Market
Advertisment