Advertisment

যুদ্ধের মাঝেই বাইডেনের ইজরায়েল সফর, ধ্বংসের দ্বারপ্রান্তে গাজা, গৃহহীন ১০ লক্ষের বেশি

হামাসের নৃশংস সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য বাইডেনের এই সফর।

author-image
IE Bangla Web Desk
New Update
Isarel Hamas war, Isarel Hamas war death toll, Isarel Hamas war live updates, Isarel Hamas war latest news, Isarel Hamas war total deaths, Joe Biden Israel visit, Isarel Hamas news, Israel Gaza conflict, Benjamin Netanyahu, Isarel Hamas war news, Isarel Hamas war live, Palestinians, Hamas terrorists, srael palestine row,Israel hamas war,War updates,Biden to visit Israel,Hamas war in gaza,Israel attack on gazas, Israel hospital attack, hamas attacks, netanyahu, israe-gaza conflict, hamas gaza strip,",

প্রেসিডেন্ট বাইডেন বুধবার,১৮ অক্টোবর ইজরায়েল সফরে যাবেন।

ইজরায়েল হামাস যুদ্ধ: গাজার হাসপাতালে ভয়াবহ বিমান হামলা, ঝলসে মৃত কমপক্ষে ৫০০, গর্জে উঠল রাষ্ট্রসংঘ। প্যালেস্তাইন জঙ্গি সংগঠন হামাস এই মর্মান্তিক বিমান হামলার জন্য ইজরাইলকে সরাসরি অভিযুক্ত করেছে। যদিও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে গাজার হাসপাতালে হামলার নিন্দা জানিয়েছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার প্রধান। হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন আজ ইজরায়েলে পৌঁছাবেন। গাজায় ১০ লক্ষের বেশি মানুষ যুদ্ধে এখনও পর্যন্ত গৃহহীন হয়ে পড়েছেন।

Advertisment

গাজার হাসপাতালে হামলার পর আরব নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বিডেনের বৈঠক বাতিল হয়েছে।  গাজায় হাসপাতালে ভয়াবহ হামলায় প্রায় ৫০০-এর বেশি নিরীহ মানুষ নিহত হওয়ার কারণে ইজরায়েলের ওপর নানা প্রশ্ন উঠছে। হামলার প্রেক্ষিপ্তে জর্ডানের আম্মানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য নেতাদের মধ্যে শীর্ষ বৈঠক বাতিল করা হয়েছে। ইজরায়েলের প্রতি সমর্থন জানাতে বাইডেন আজ ইজরায়েল সফরে  পৌঁছেছেন।  

৭ অক্টোবরের ভয়ঙ্কর রকেট হামলার পাল্টা ইজরায়েলের বিমান হামলায় ধ্বংসের গাজা সীমান্ত। সরকারি পরিসংখ্যান বলছে, ইজরায়েলি বিমান হামলায় গাজার অন্তত ২৮০০ মানুষ নিহত হয়েছেন। হামাসের হামলার পর থেকে ইজরায়েলের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। আজ বুধবার, ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশ ইজরায়েল সফর যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউস আরও বলেছে যে বিডেন একটি শীর্ষ বৈঠকের জন্য জর্ডানও যাবেন, যেখানে তিনি জর্ডান ও মিশরের রাষ্ট্রপ্রধান এবং প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গেও দেখা করবেন। যদিও গাজার হাসপাতালে মারাত্মক বিমান হামলায় শ'য়ে শ'য়ে মৃত্যুর কারণে বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক আজ বাতিল হয়েছে।

জর্ডানের বিদেশমনন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, "জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি এবং প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আম্মানে বাইডেনের শীর্ষ বৈঠক বাতিল করা হয়েছে।"মঙ্গলবার গাজা শহরের আল আহলি হাসপাতালে বিস্ফোরণের জন্য হামাস ইসরায়েলি বিমান হামলাকে দায়ী করেছে। তবে ইসরায়েল দৃঢ়ভাবে অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে ইসলামিক গ্রুপের একটি রকেট বিস্ফোরণের কারণেই মৃত্যু হয়েছে সাধারণ মানুষের।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, মিশর, জর্ডন এবং তুরস্কও গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালে হামলার জন্য ইজরাইলকে অভিযুক্ত করেছে। তবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এত মানুষের মৃত্যুর জন্য "গাজার বর্বর সন্ত্রাসবাদীদের" দায়ী করেছেন।

গাজা উপত্যকায় লাখ লাখ মানুষকে ত্রাণ সামগ্রী সরবরাহ নিয়ে অচলাবস্থা কাটানোর জন্য চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজা  অবরোধ করেছে যার কারণে সেখানে প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি দেখা দিয়েছে। ইজরায়েল গাজার সাধারণ নাগরিকদের উত্তর গাজা থেকে দক্ষিণ গাজায় চলে যাওয়ার সতর্ক করার মধ্যেই বারে বারে বিমান হামলায় কেঁপে উঠেছে গাজা। এমন পরিস্থতিতে  ইজরায়েলের স্থল হামলার সম্ভাবনা রয়েছে।

বিমান হামলা ও ইহজরায়েলের অবরোধের কারণে গাজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের  সংকট দেখা দিয়েছে। রাষ্ট্রসংঘ জানিয়েছে ১০ লক্ষের বেশি প্যালেস্তাইন তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। ত্রাণকর্মীরা সতর্ক করেছেন যে গাজা প্রায় ধ্বংস হয়ে গেছে এবং জল ও নিত্যপ্রয়োজনীয় ওষুধের সরবরাহ কমে যাচ্ছে। যেকোন সময়  হাসপাতালে বিদ্যুৎ চলে যেতে পারে।  

Israel-Palestine clash Biden
Advertisment