শেফ বাবার মেয়ে চান্স পেয়েছে আকেরিকার একটি শীর্ষ ল' ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর নিয়ে পড়াশুনার। সেজন্য ইতিমধ্যেই পেয়েছে স্কলারশিপও। মেয়ের এই আকাশছোঁয়া সাফল্যে বেজায় খুশি মা-বাবা-পরিবার।
বাবা অজয়বাবু দীর্ঘ ২০ বছর ধরে বন্ধনকর্মী হিসাবে কর্মরত শীর্ষ আদালতে। ছোট থেকেই মেধাবী মেয়েকে মানুষ করতে প্রাণপাত করেছেন তিনি। তবে একদিন যে মেয়ের সাফল্য তাঁর বুকের ছাতি আরও চওড়া করবে এমন আশা বোধহয় তিনি করেন নি। তবে মেয়ের এই এই অভূতপূর্ব সাফল্যে প্রজ্ঞাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন খোদ প্রধান বিচারপতি চন্দ্রচূড়। আর চোখের সামনে এমন দৃশ্য দেখে দুচোখের জলকে আটকাতে পারলেন না বাবা অজয় কুমার সামাল।
ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। সামান্য এক শেফ বাবার মেয়ের এহেন সাফল্য চমকে দিয়েছে সকলকেই। ছোট থেকে মেধাবী ছাত্রী প্রজ্ঞা। কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে আমেরিকার শীর্ষ আইন বিশ্ববিদ্যালয় মাস্টার্সে চান্স পাওয়া তো মুখের কথা নয়। আর সেটা করেই আলোড়ণ ফেলেছেন প্রজ্ঞা।
বাবা অজয় কুমার সামাল দীর্ঘ ২০ বছর ধরে সুপ্রিম কোর্টে শেফের কাজ করেন। নুন আনতে পান্তা ফুরায় সংসারে একটা সময় ছিল যখন মেয়েকে কীভাবে মানুষ করবে তা ভেবেই পেতেন না অজয়বাবু। শেষমেষ ভাগ্যের উপর সবটা ছেড়ে দিয়েছিলেন তিনি। তবে মেধার কাছে কোন কিছুই যে বাঁধা হয়ে দাঁড়ায় না তা প্রমাণ করে দেখিয়েছে মেয়ে প্রজ্ঞা। আইন নিয়ে পড়ার জন্য আমেরিকার দুটি বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেয়েছেন তিনি। তার এই সাফল্যে প্রজ্ঞাকে সম্মানিত করেছেন খোদ CJI চন্দ্রচূড়।
আদালত চত্ত্বরেই প্রজ্ঞাকে স্বাগত জানিয়ে সিজেআই ডিওয়াই চন্দ্রচূড় বলেন, 'প্রজ্ঞা প্রমাণ করেছে যদি কিছু অর্জন করতে আপনি নিজের লক্ষ্যে স্থির থাকে তাহলে অফুরন্ত প্রাণশক্তি আপনাকে তা অর্জনের পথ দেখাবে'। প্রধান বিচারপতি চন্দ্রচূড় প্রজ্ঞার এই সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি বলেন, 'দারিদ্রের কারণে প্রতিভা যদি তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে না পারে সেটা দুঃখজনক। এমনটা কখনই কাঙ্খিত নয়'।
প্রজ্ঞার এই সাফল্যের পিছনে যিনি দাঁতে দাঁত চেয়ে লড়াই জারি রেখেছিলেন এদিন সম্মান জানানো হয় তাঁদেরও। প্রজ্ঞার বাবা অজয়বাবু ও তাঁর স্ত্রী এই সম্মান পেয়ে কিছু বলার ভাষাই যেন হারিয়ে ফেলেছেন।
চারিদিকে করতালির আওয়াজ এবং CJI-এর শুভেচ্ছা শুনে প্রজ্ঞার চোখে জল চলে আসে । তিনি বলেন, 'তিনি সকলের প্রত্যাশা পূরণের জন্য কঠোর পরিশ্রম করবেন। পাশাপাশি তিনি এও বলেন তিনি এই সম্মানে অভিভূত'।
আরও পড়ুন: One Nation One Election Report: লোকসভা ভোটের আগে ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে রিপোর্ট পেশ!
আরও পড়ুন : Amit Shah On CAA: ‘শরনার্থী-অনুপ্রবেশকারী ফারাক জানেন না’, সিএএ নিয়ে শাহী আক্রমণের মুখে মমতা
আরও পড়ুন : Arjun Singh-BJP: আজই দুরন্ত ‘পালাবদল’ বাংলায়, জোড়া-ফুল ছেড়ে এবার গন্তব্য কোথায়? ঘোষণা অর্জুনের