Monmohan Singh: জ্বর এবং শারীরিক দুর্বলতা নিয়ে দিল্লি এইমসে ভর্তি হলেন মনমোহন সিং। হাসপাতাল সুত্রে খবর, সোমবার তাঁর গায়ে জ্বর ছিল। ফলে শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী। আপাতত ফ্লুয়িড দেওয়া হয়েছে তাঁকে। চলতি বছর এপ্রিলে করোনা সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
এদিকে, গত এপ্রিলে করোনাকে হারিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সুস্থ হয়ে নয়াদিল্লির এইমস থেকে ছাড়া পান তিনি। ৮৮ বছরের এই বর্ষীয়ান কংগ্রেস নেতা গত ১৯ এপ্রিল করোনায় সংক্রমিত হয়ে এইমসের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি হয়েছিলেন।
তাঁর সংক্রমণমুক্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন চিকিৎসকরা। তবে বাড়িতে এখন বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীকে। এর আগে গত বছর মে মাসে বুকে ব্যথা নিয়ে একবার এইমসে ভর্তি হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সুত্রের খবর, ২০০৯ সালে তাঁর হৃদযন্ত্রে বাইপাস অস্ত্রোপচার হয়েছে।
উল্লেখ্য, এর আগে দুপাতার চিঠিতে মনমোহন সিং প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশে করোনা মোকাবিলায় পাঁচটি পরামর্শ দিয়েছিলেন। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল, নির্দিষ্ট সংখ্যক মানুষকে টিকা দিতে হলে ভ্যাকসিনের জোগান আগে নিশ্চিত করতে হবে। আপাতত তাই দেশের ১০ শতাংশ মানুষের টিকাকরণের লক্ষ্যমাত্রা ধার্য করতে পারে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ টিকাকরণের সংখ্যা নয়, নির্ধারিত হতে পারে কত শতাংশ দেশবাসীকে টিকা দেওয়ার বিষয়টি।
এই পরামর্শের জবাবে পাল্টা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন প্রাক্তন প্রধানমন্ত্রীকে চিঠিতে জানান, ‘আপনি এই সময়ে দাঁড়িয়ে টিকাকরণের প্রয়োজনীয়তা বুঝলেন। কিন্তু দুংখের বিষয়, আপনার পার্টির অনেক নেতা, এমনকি যে সব রাজ্যে আপনাদের সরকার রয়েছে সেখানকার মন্ত্রীরাও টিকাকরণ নিয়ে আপনার মতো কথা বলছে না।’
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন