Advertisment

এফআইআর খারিজের আবেদন, এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহম্মদ জুবের

তদন্তের জন্য প্রয়োজনীয় সমস্ত ইলেকট্রনিক সামগ্রী ইতিমধ্যে পুলিশ বাজেয়াপ্ত করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mohammed Zubair

তাঁর বিরুদ্ধে এফআইআর খারিজের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা তথা সম্পাদক মহম্মদ জুবের। বিশেষ সরকারি আইনজীবী অতুল শ্রীবাস্তব জানিয়েছেন যে রেজরপে মারফত জুবেরের অ্যাকাউন্টে ৫৬ লক্ষ টাকা ঢুকেছিল।

Advertisment

জুবেরের বিরুদ্ধে ছ'টি মামলাই দায়ের হয়েছে উত্তরপ্রদেশে। তার মধ্যে একটি হয়েছে লখিমপুর খেরি, দ্বিতীয়টি সীতাপুর, তৃতীয়টি মুজফফরনগর, চতুর্থটি গাজিয়াবাদ। আর, পঞ্চমটি দায়ের হয়েছে হাথরসে। তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশ যে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে, সেই দল গঠনকে চ্যালেঞ্জ করেও সুপ্রিম কোর্টে মামলা করেছেন জুবের।

এর মধ্যেই, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ২০১৮ সালের একটি টুইট সম্পর্কিত মামলায় জুবেরের জামিনের আবেদন দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ফের শুক্রবার উঠতে চলেছে। অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরের আইনজীবী বৃন্দা গ্রোভার বৃহস্পতিবার আদালতকে জানান, যে এই মামলায় তদন্তের জন্য জুবেরকে হেফাজতে রাখার কোনও প্রয়োজন নেই। কারণ, তদন্তের জন্য প্রয়োজনীয় সমস্ত ইলেকট্রনিক সামগ্রী ইতিমধ্যে পুলিশ বাজেয়াপ্ত করেছে। তার পরও জুবেরকে কারাগারে আটকে রাখা হলে, সেই ব্যক্তির স্বাধীনতা ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করবে। মামলাটি ফের শুক্রবার দুপুর ২টোর সময় আদালতে উঠবে।

পালটা, বিশেষ সরকারি আইনজীবী অতুল শ্রীবাস্তব বলেন যে, 'জুবেরের অ্যাকাউন্টে রেজরপে মারফত ৫৬ লক্ষ টাকা জমা হয়েছিল। আমরা রেজরপেকে একটি নোটিস পাঠিয়েছি। তারা তথ্য দিয়েছে। আমরা ব্যাংকের বিবরণ পেতে পারি। এক্ষেত্রেও কিছু জালিয়াতি আছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে ব্যাংককেও নোটিস দেওয়া হয়েছে। জুবের ছাড়া পেলে, এই মামলায় এখনও যাদের ধরা যায়নি, তাদের ধরা সম্ভব হবে না,' বলেই আদালতে জানিয়েছেন শ্রীবাস্তব। আদালত শুক্রবার দুপুর ২টোর সময় মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

আরও পড়ুন- রাষ্ট্রপতি হলে CAA কার্যকর হতে দেবেন না, অসমে আশ্বাস দিলেন যশবন্ত

এর মধ্যেই এক উদ্বেগের বার্তা শুনিয়েছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের স্পেশাল সেল গত একমাসে রাজধানীর ৩০টিরও বেশি জায়গায় নকল আইইডি মোতায়েন করেছে। কিন্তু, শেষ পর্যন্ত দেখা গিয়েছে যে তার মধ্যে মাত্র ১২টি শনাক্ত হয়েছে। জঙ্গি সংগঠন আল-কায়দা ভারতে হামলা চালানোর হুমকি দেওয়ার পর দিল্লি পুলিশ এই বিশেষ অভিযান চালিয়েছিল। কিন্তু, দেখা গিয়েছে, তার মধ্যে মাত্র ১২টি স্থানীয় পুলিশ, জনগণ এবং বেসরকারি নিরাপত্তারক্ষীরা চিহ্নিত করতে পেরেছেন।

নবীকে নিয়ে বিজেপির প্রাক্তন নেত্রী নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর জঙ্গি সংগঠন আল-কায়দা দেশের বিভিন্ন রাজ্যে হামলার হুমকি দেয়। দিল্লি, মুম্বই, উত্তরপ্রদেশ এবং গুজরাতে তারা এই হামলা চালাবে বলেই হুমকি দিয়েছে আল-কায়দা। তারপরই নকল আইইডি নিয়ে মক ড্রিল চালায় দিল্লি পুলিশ।

Read full story in English

Mohammed Zubair supreme court UP Police
Advertisment