Advertisment

মাওবাদী তদন্তে দিগ্বিজয় সিংকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুনে পুলিশ

২০১৭ সালের ২৫ সেপ্টেম্বরের এক চিঠিতে কমরেড প্রকাশ কমরেড সুরেন্দ্রকে লিখেছেন, সারা দেশ জুড়ে ছাত্রদের সংগঠিত করে যে প্রতিবাদ গড়ে তুলতে চাইছেন তাঁরা, কংগ্রেস তাতে সহযোগিতা করতে ইচ্ছুক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দিগ্বিজয় সিং

মাওবাদী কার্যকলাপ নিয়ে তদন্তে বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সদস্য দিগ্বিজয় সিংকে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা রয়েছে পুনে পুলিশের। ইতিমধ্যে কয়েকজন সমাজকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া এক কর্মীর কাছ থেকে বাজেয়াপ্ত করা ফোনে দিগ্বিজয় সিং-এর নম্বর পাওয়া গিয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছে পুনে পুলিশ।

Advertisment

২০১৭ সালের ২৫ সেপ্টেম্বরের এক চিঠিতে কমরেড প্রকাশ কমরেড সুরেন্দ্রকে লিখেছেন, সারা দেশ জুড়ে ছাত্রদের সংগঠিত করে যে প্রতিবাদ গড়ে তুলতে চাইছেন তাঁরা, কংগ্রেস তাতে সহযোগিতা করতে ইচ্ছুক। সেই লক্ষ্যেই একটি নম্বরে যোগাযোগ করার কথা উল্লেখ করা হয়েছিল চিঠিতে। সেটি দিগ্বিজয় সিং-এর নম্বর।

আরও পড়ুন, এলগার পরিষদ: সোমা সেন সহ পাঁচজনের বিরুদ্ধে পাঁচহাজার পৃষ্ঠার চার্জশিট

পুনে পুলিশ সূত্রে জানা গিয়েছে 'কমরেড সুরেন্দ্র' বলতে সুরেন্দ্র গাদলিং-কে বোঝানো হয়েছে। নাগপুরের এই আইনজীবীকে জুন মাসেই গ্রেফতার করেছে পুলিশ। চিঠির বিষয়বস্তু জনসমক্ষে আসার পরেই কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছিলেন, "আমি যদি দোষী হই, কেন্দ্র অথবা রাজ্য সরকারকে আমি চ্যালেঞ্জ করছি, আমায় গ্রেফতার করা হোক।"

পুনের ডেপুটি পুলিশ কমিশনার সুহাস বাভচে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, চিঠির বিষয়বস্তু আপাতত তদন্তাধীন। তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে, চিঠিতে উল্লেখ করা মোবাইল নম্বর তাঁর-ই। এই বিষয়ে সিংকে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনাও রয়েছে।

এলগার পরিষদ কাণ্ডে ইতিমধ্যে মাওবাদী যোগ থাকার অভিযোগে প্রথম সারির অনেক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। চলতি বছর জুন মাসে সুরেন্দ্র গাদলিং এবং অধ্যাপক সোমা সেন-এর কাছ থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার নক্সাও ছিল।

Read the full story in English

Advertisment