Advertisment

'হিন্দু হিসাবে আমি গর্বিত', অক্ষরধাম মন্দির দর্শন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের

G20 সম্মেলনে অংশ নিতে ভারতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

author-image
IE Bangla Web Desk
New Update
G20 Summit 2023, G20 Summit, British PM Rishi Sunak, Rishi Sunak, sanatan dharma, Akshardham temple

আজ G20 সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিন। আজ, ভারত মণ্ডপমে বৈঠকের ঠিক আগে, অক্ষরধাম মন্দিরে হাজির হন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক।

রবিবার সকালে দিল্লির অক্ষরধাম মন্দিরে প্রার্থনা করতে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। একই সঙ্গে তিনি "হিন্দু হিসাবে গর্বিত” বলেও উল্লেখ করেন। ভারতে পা দিয়েই তিনি মন্দির দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

Advertisment

জানা গিয়েছে সস্ত্রীক ঋষি সুনাক প্রায় এক ঘণ্টা মন্দিরে কাটিয়েছেন। অক্ষরধাম মন্দিরের পরিচালক, জ্যোতিন্দ্র দেভ বলেছেন, ঋষি সুনক খালি পায়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেন। তার সঙ্গে দেখা হওয়ার পর আমাদের মনে হয়েছিল যে তাঁর সনাতন ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি রয়েছে’। তিনি আরও বলেন, "আমরা তাকে মন্দিরের চারপাশ ঘুরে দেখিয়েছি এবং উপহার হিসাবে তাকে মন্দিরের একটি মডেলও দিয়েছি। তিনি এখানে প্রতি মিনিট উপভোগ করেছেন..তার স্ত্রীও মন্দির দেখে মুগ্ধ।  তিনি আমাদের জানিয়েছেন,  যখনই আমি সুযোগ পাব, আমি মন্দিরে আসব," ।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সফরের আগে, মন্দিরের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।  এর আগে শুক্রবার, সুনাক বলেছিলেন যে তিনি রক্ষা বন্ধন উদযাপন করেছেন, কিন্তু কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন করার সুযোগ পাননি, তাই তিনি একটি মন্দিরে গিয়ে "এর জন্য প্রার্থনা জানাতে চান" । পাশাপাশি তিনি বলেন, 'আমি হিন্দু হিসাবে গর্বিত'।

G-20 সম্মেলনের দ্বিতীয় দিনের সূচি

সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত সব রাষ্ট্রপ্রধানরা রাজঘাটে পৌঁছে যাবেন। ৯.১০ থেকে ৯.২৫ পর্যন্ত মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো পর সকলেই এর জি-২০ ভেন্যুতে পৌঁছাবেন। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন রাষ্ট্রপ্রধানরা। এর পরে, সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত জি-২০-এর আরও একটি আলোচনা অনুষ্ঠিত হবে।

দ্বিপাক্ষিক আলোচনাও হবে

আজ, ১০ সেপ্টেম্বর, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে মধ্যাহ্নভোজের পর আলোচনার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। ভারত ও কানাডার মধ্যেও এদিন আলোচনা হবে। শুধু তাই নয়, কোমোরোস, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাশাহী, দক্ষিণ কোরিয়া, ইইউ/ইসি, ব্রাজিল এবং নাইজেরিয়ার সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনা হবে ভারতের।

G-20 Summit
Advertisment