ঐতিহাসিক মোধেরার সূর্য মন্দির-সহ ভারতের আরও তিনটি স্থান ইউনেস্কো হেরিটেজ সাইটের অস্থায়ী তালিকায় যুক্ত হল। মঙ্গলবার দেশবাসীকে এমনই সুখবর শোনাল জাতীয় পুরাতাত্ত্বিক সংস্থা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই। মোধেরা ছাড়াও বাকি দুটি স্থান হল গুজরাটের ভাদনগর শহর ও ত্রিপুরার উনাকোটির পাথর কেটে তৈরি ভাস্কর্য।
বিশ্বজু়ড়ে ঐতিহাসিক এবং ঐতিহ্যশালী স্থানগুলোর সংরক্ষণ করে ইউনেস্কো। সেই জন্য সেই সব স্থানের তালিকাও প্রকাশ করে আন্তর্জাতিক সংস্থাটি। আর, এই কারণেই ইউনেস্কোর তালিকায় স্থান পাওয়া রীতিমতো গুরুত্বপূর্ণ। আর ইউনেস্কোর ওয়েবসাইটই স্পষ্ট করে দেয় যে বিশ্বের সকলে দলমত নির্বিশেষে যে স্থানগুলোকে ঐতিহ্যশালী হিসেবে গণ্য করে, সেই সব স্থানকেই তাদের তালিকায় জায়গা করে দেওয়া হয়। এই নিয়ে তাদের কোনও পক্ষপাতিত্ব নেই।
মঙ্গলবার শুধু ভারতীয় পুরাতত্ত্ব বিভাগই নয়, কেন্দ্রীয় সরকারও আলাদাভাবে দেশের নতুন তিনটি স্থান ইউনেস্কোর হেরিটেজ তালিকায় স্থান পেয়েছে বলে জানিয়েছে। এই ব্যাপারে টুইট করেছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি। তিনি কোন তিনটি স্থানকে তালিকায় যুক্ত করা হয়েছে, ছবি প্রকাশ করেও তা জানিয়েছেন। টুইটে রেড্ডি বলেছেন, 'অভিনন্দন ভারত! ইউনেস্কোর তালিকায় আরও তিনটি স্থানকে যুক্ত করল ভারত। তার মধ্যে প্রথমটি হল গুজরাটের বহুস্তরীয় ঐতিহাসিক শহর ভাদনগর। দ্বিতীয়টি হল মোধেরার সূর্যমন্দির ও সংলগ্ন স্থাপত্য। আর, তৃতীয়টি হল উনাকোটি জেলার পাথর কেটে তৈরি ভাস্কর্য।'
আরও পড়ুন- সংসদে কুস্তি, বাইরে দোস্তি: ম্যান ম্যানেজমেন্টে মাস্টারস্ট্রোক মোদীর, খাড়গের সঙ্গে খেলেন একটেবিলে
কেন্দ্রীয় মন্ত্রীর এই টুইট ভারতীয় পুরাতত্ত্ব গবেষণা সংস্থাও শেয়ার করেছে। একইসঙ্গে দাবি করেছে যে, এইভাবে একযোগে তিনটি ভারতীয় স্থান ইউনেস্কোর ঐতিহ্যশালী জায়গার তালিকায় স্থান পাওয়া ভারতের সংস্কৃতির কাছে এক বিরাট সম্মান। এই প্রসঙ্গে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ টুইট করেছে, 'ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এক বড় স্বীকৃতি পেল। কারণ, মোধেরার সূর্য মন্দির ও সংলগ্ন মিনার, উনাকোটির স্থাপত্য এবং ভাদনগর ইতিমধ্যেই ইউনেস্কোর সম্ভাব্য ঐতিহ্যের তালিকায় যুক্ত হল। এতে ইউনেস্কোর তালিকাভুক্ত ঐতিহ্যশালী স্থানের তালিকা বেড়ে হল ৫২।'
Read full story in English