Advertisment

পুজোর আগেই কী ভাবে ত্বক মসৃণ করবেন?

প্রথমে গোলাপের পাপড়ি পাঁচ মিনিট জলে ভিজিয়ে রেখে ভালো করে বেটে নিন। এবার এর সঙ্গে গোলাপজল, টক দই ও মধু মিশিয়ে মুখে হালকাভাবে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অল্প বয়সে ত্বক কুঁচকে যাওয়া এখন আর অবাক করা কিছু নয়। সূর্যের অতি বেগুনী রশ্মির কারণে অথবা কসমেটিক মাখার কারণে খুব অল্প বয়সেই ত্বক কুঁচকে যেতেই পারে।  টানা ১০ দিন যদি আপনি ঘরোয়া উপায়ে তৈরি একটি ফেস প্যাক ব্যবহার করেন তাহলে ত্বকের কুচকানো ভাব দূর হয়ে ত্বক হবে টানটান ও মসৃণ।

Advertisment

কী প্যাক তৈরি করবেন?

প্যাক তৈরির উপকরণ

গোলাপের পাপড়ি ৫,৬টি, দুই টেবিল চামচ গোলাপজল, দুই টেবিল চামচ টক দই ও এক টেবিল চামচ মধু।

প্রস্তুত প্রণালি ও ব্যবহর

প্রথমে গোলাপের পাঁপড়ি পাঁচ মিনিট জলে ভিজিয়ে রেখে ভালো করে বেটে নিন। এবার এর সঙ্গে গোলাপজল, টক দই ও মধু মিশিয়ে মুখে হালকাভাবে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

আরও পড়ুন, হাতে সময় কম? জেনে নিন ত্বক পরিচর্যার চটজলদি উপায়

ত্বকের কী কী উপকার করে

টক দই ত্বকে প্রাকৃতিক ব্লিচের কাজ করে আর মধু ত্বকের রুক্ষতা দূর করে। এই প্যাক নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ।

এই প্যাক ত্বকের বলিরেখা দূর করে চেহারার বয়সের ছাপ দূর করে। এই প্যাকের সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন। এই উপাদান ত্বককে টানটান রাখবে।

মধু ও টক দই ত্বকে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। এটি মরা কোষ দূর করে ত্বকের নতুন কোষ জন্মাতে সাহায্য করে।

এই প্যাকের সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। এটি ত্বকের রোদে পোড়া ভাব দূর করে ত্বককে উজ্জ্বল করে।

যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক তারা নিয়মিত এই প্যাক ব্যবহার করতে পারেন। কারণ এটি ত্বকে ময়েশ্চারাইজার ধরে রাখে। এর ফলে ত্বক নরম ও মসৃণ হয়।

Advertisment