New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/feature-1.jpg)
বন্ধুদের সঙ্গে ও দাদাগিরির সেটে জন্মদিন পালন ভাস্কর চট্টোপাধ্যায়ের। ছবি: সোশাল মিডিয়া থেকে
৮ মার্চ ভাস্বর চট্টোপাধ্যায়ের জন্মদিন কিন্তু সেলিব্রেশন শুরু হল আগে থেকেই। ৮ মার্চের বিশেষ দাদাগিরি-র এপিসোড-এর শুটিংয়ে প্রথম সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতেই হল মিনি কেক সেরিমনি। দাদার হাতে জন্মদিনের কেক খাওয়ার আনন্দই আলাদা। এর পর বাংলা জন্মতিথি অনুযায়ী জন্মদিন পালন হল 'জয় বাবা লোকনাথ'-এর সেটে। কিন্তু আসল সেলিব্রেশন তোলা ছিল ৮ মার্চের জন্য। কলকাতার একটি এলিট ক্লাবে, রেড থিমে হল সেলিব্রেশন। মাসের দ্বিতীয় রবিবার টেলি ও টলিপাড়ার ছুটি। তাই ৮ মার্চ দুপুরে জমে উঠল জন্মদিন উপলক্ষে গেট টুগেদার। মনামী ঘোষ, প্রিয়াঙ্কা হালদার, আনন্দ চৌধুরী-সহ বহু অভিনেতা-অভিনেত্রী ও পর্দার পিছনের বন্ধুরা। আর সেই সেলিব্রেশনের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা আনন্দ চৌধুরী। ছবি: ভাস্বর চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে ছবি: ভাস্বর চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে ছবি: ভাস্বর চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে ছবি: ভাস্বর চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে