Advertisment

কোন পথে NDA-এর যুদ্ধজয়, উপায় বাতলালেন উদ্ধব!

২৪-এর নির্বাচন প্রসঙ্গে কী বললেন উদ্ধব ঠাকরে?

author-image
IE Bangla Web Desk
New Update
uddhav thackeray, shiv sena, ubt, india, uddhav thackeray slams bjp, bjp, maharashtra, mumbai, indian express

৩৬ নয়, তিন দলেই শক্তিশালী NDA, INDIA নিয়ে মোদীর খোঁচার মাত্র কয়েকঘন্টার মধ্যেই কেন্দ্রকে ভয়ঙ্কর নিশানা উদ্ধবের। ১৮ জুলাই বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দলের ঐক্যের ভিত্তিতে গড়ে ওঠে ‘ইন্ডিয়া জোট’। একই দিনে আমাদের ৩৬টি দলকে নিয়ে 'এনডিএ'-র বৈঠক হয় দিল্লিতে। এই প্রশ্নে উদ্ধব বলেন, ‘সব বিশ্বাসঘাতক সেদিনের বৈঠকে যোগ দিয়েছেন’। এখন ইডি, ইনকাম ট্যাক্স এবং সিবিআই এই তিনটি দলই এনডিএতে সবচেয়ে শক্তিশালী। ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্সও এনডিএ-তে যোগ দিয়েছে এবং এটাই তাদের শক্তি! পাশাপাশি উদ্ধব ঠাকরে বলেছেন, ২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘২৪-এর নির্বাচন আমাদের দেশের মানুষের জীবনে একটি নতুন মোড় দেবে। সবার একটা শেষ আছে। এটাই প্রকৃতির নিয়ম।'

Advertisment

দলের নাম ও নির্বাচনী প্রতীক নিয়েও নির্বাচন কমিশনকে নিশানা করে উদ্ধব বলেন, নির্বাচন কমিশনের কাজ নির্বাচনী প্রতীক দেওয়া। দলের নাম পরিবর্তন বা দলের নাম পরিবর্তন নয়। তাই এখন আমরা নির্বাচন কমিশনের দেওয়া অদ্ভুত সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছি এবং আমি নিশ্চিত আমরা আবার 'শিবসেনা' নাম ও মর্যাদা ফিরে পাব। পাশাপাশি একনাথ শিন্ডে সরকারকে আক্রমণ করে নতুন মহারাষ্ট্র গড়ার ডাক দিয়েছেন তিনি।

একই সঙ্গে ঠাকরে বলেন, “এখন, দুটি রাজ্য (মণিপুর ও কাশ্মীর) জ্বলছে। একই সঙ্গে দুই রাজ্যে অস্থিতিশীলতার পরিস্থিতি তৈরি হয়েছে। কাশ্মীরে গত ছয় বছর ধরে কোনো নির্বাচন হয়নি। এর থেকে এটা স্পষ্ট সরকার নির্বাচন করতে চায় না। এ কারণেই আমি বলছি ২০২৪ সাল হবে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। যদি (বিজেপি) সরকার ২৪-এ ফের ক্ষমতায় আসে আমি মনে করি না এই দেশে আর গণতন্ত্র টিকে থাকবে”। ইউনিফর্ম সিভিল কোডের বিষয়ে ঠাকরে বলেন, “আইন যদি সবার জন্য সমান হয়, তবে কেন্দ্রীয় সংস্থাগুলির দুর্নীতিবাজ বিজেপি নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত কেবল বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে কেন এত তৎপরতা প্রশ্ন তুলেছেন উদ্ধব।

Uddhav Thackeray
Advertisment