Advertisment

দিলীপ ঘোষের উপর ‘হামলার চেষ্টা’, ধুন্ধুমার লেকটাউন

বিজেপির অভিযোগ, প্রায় আড়াইশো তৃণমূল কর্মীরা এদিন জড়ো হয়ে দিলীপ ঘোষের উপর হামলার চেষ্টা করেন। তাঁদের দুই কর্মী জখম হয়েছেন বলে দাবি গেরুয়াশিবিরের। এলাকায় টহল দিচ্ছে পুলিশের বিশাল বাহিনী।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh, দিলীপ ঘোষ

দিলীপ ঘোষের উপর হামলার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।

সাতসকালে দিলীপ ঘোষকে ঘিরে ধুন্ধুমার লেকটাউনে। ‘চায়ে পে চর্চা’ কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল লেকটাউনের দক্ষিণদাঁড়ি এলাকায়। দিলীপ ঘোষের উপর হামলার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি রাজ্য সভাপতিকে ‘গো ব্যাক’ স্লোগান দেন তৃণমূল কর্মীরা। পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। দিলীপকে ধাওয়া করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরে বাধ্য হয়ে এলাকা থেকে চলে যান দিলীপ ঘোষ। বিজেপির অভিযোগ, প্রায় আড়াইশো তৃণমূল কর্মীরা এদিন জড়ো হয়ে দিলীপ ঘোষের উপর হামলার চেষ্টা করেন। তাঁদের দুই কর্মী জখম হয়েছেন বলে দাবি গেরুয়াশিবিরের। এলাকায় টহল দিচ্ছে পুলিশের বিশাল বাহিনী।

Advertisment

আরও পড়ুন: শোভন-বৈশাখীর আপত্তি নাকচ? দেবশ্রীকে দলে নিয়ে নেব, মন্তব্য দিলীপের

এ ঘটনা প্রসঙ্গে কটাক্ষের সুরে দিলীপ ঘোষ বলেন, ‘‘ভালই লাগছে, ওঁরা (তৃণমূল কর্মীরা) আমায় নিয়ে চিন্তিত। আমি সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকি। যেখানেই যায়, ওঁরা আমায় পাবলিসিটি দেন। এটা দেখে স্পষ্ট যে ওঁরা আমায় ভয় পান। আমার সামনে চেয়ার-টেবিল ভেঙে দেওয়া হয়’’।

আরও পড়ুন: মমতাকে ‘আমন্ত্রণ’ মুকুলের, ‘তবে মুখ্যমন্ত্রী একই থাকবে, এর কোনও মানে নেই’!

উল্লেখ্য, কয়েকদিন আগে দিঘায় প্রশাসনিক বৈঠক শেষে রাস্তার পাশে একটি চায়ের দোকানে চা বানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের হাতে চা বানিয়ে তা দলের মন্ত্রী-সাংসদদের পরিবেশন করেন মমতা। তৃণমূল সুপ্রিমোর এহেন দৃশ্য সামনে আসার পরই ‘চায়ে পে চর্চা’ কর্মসূচি ঘোষণা করে রাজ্য বিজেপি। তারই অংশ হিসেবে সম্প্রতি দিঘাতেই চা খেয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনেছেন দিলীপ ঘোষ। চা বানানোর মধ্য দিয়ে মমতার এহেন জনসংযোগ কর্মসূচিকে কার্যত চ্যালেঞ্জ করেই দিলীপের এহেন কর্মসূচি বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

dilip ghosh
Advertisment