Advertisment

'ভুয়ো ভ্যাকসিনকাণ্ড পুরো সাজানো, তৃণমূলের লোক যুক্ত', তোপ দিলীপের

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তোলপাড় বাংলা। সুর চড়িয়েছে বিজেপি। তার মধ্যেই সোশাল মিডিয়ায় বোমা ফাটালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh criticise west bengal govt regarding trade conference

দিলীপের নিশানায় রাজ্য সরকার

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তোলপাড় বাংলা। সুর চড়িয়েছে বিজেপি। তার মধ্যেই সোশাল মিডিয়ায় বোমা ফাটালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের নেপথ্যে রাজ্যের শাসক দলের নেতা, কর্মীরা সরাসরি জড়িত বলে তোপ দাগলেন তিনি। তাঁর অভিযোগ, পুরো বিষয়টিই সাজানো। ফেসবুকে দিলীপ ঘোষ লিখেছেন, 'এত দিন অন্য সব বিষয়ে সিন্ডিকেট চলছিল। এখন ভ্যাকসিন সিন্ডিকেট চলছে। ভুয়ো ভ্যাকসিন পুরো সাজানো। এতে তৃণমূলের লোক যুক্ত।'

Advertisment

কী লিখেছেন দিলীপ ঘোষ?

ভ্যাকসিন-প্রতারণাকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। নিজেকে আইএস পরিচয় দিয়ে শহরের নানা জায়গায় ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প সংগঠিত করার অভিযোগ উঠেছে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর জেরায় দেবাঞ্জন জানিয়েছেন, তাঁর সঙ্গে বহু বিশিষ্ট্য জনের যোগাযোগ ছিল। এঁদের মধ্যে বেশিরবাগই রাজনীতিবিদ। ইতিমধ্যেই ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জনের সঙ্গে একাধিক ছবিতে তৃণমূল নেতাদের দেখা গিয়েছে। ছবিমন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ শান্তনু সেন সহ পুলিশের বড়কর্তাদের সঙ্গেও ধৃতকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই পুরো বিষয়টিতে রাজনীতির রং লেগেছে। এই ছবিকে তুলে ধরেই শাসক তৃণমূলকে বিঁধছে বিরোধিরা।

আরও পড়ুন- নেতৃত্বের কড়া বার্তা, তবু নিজেদের দাবিতে অনড় বিজেপির দুই সাংসদ

এদিন ফেসবুকে দিলীপ ঘোষ লিখেছেন, 'এত দিন অন্য সব বিষয়ে সিন্ডিকেট চলছিল। এখন ভ্যাকসিন সিন্ডিকেট চলছে। এখানে এসএসসি, টেট, সিভিক পুলিশের চাকরির জন্য পয়সা নেওয়া হয়। ভ্যাকসিন পড়ে থাকছে, দেওয়া হচ্ছে না। তার উদ্দেশ্য ক্রাইসিস তৈরি করা। হাতবদল হয়ে চড়া দামে ভ্যাকসিন বিক্রি করা হচ্ছে। এর মধ্যে তৃণমূল নেতাদের হাত রয়েছে। ভুয়ো ভ্যাকসিন পুরো সাজানো। এতে তৃণমূলের লোক যুক্ত আছে।'

যদিও ভুয়ো ভ্যাকসিনকাণ্ডেরক সঙ্গে দলের কোনও যোগ নেই বলে আগেই স্পষ্ট করার চেষ্টা করেছে তৃণমূল। দেবাঞ্জনের সঙ্গে দলের নেতা, মন্ত্রীদের ছবি প্রসঙ্গে শাসক দলের সাফাই, কোনও অনুষ্ঠানে এসে কেউ পাশে দাঁড়িয়ে ছবি তুললে, তাঁর পরিচয় বা উদ্দেশ্য জানা সবসময় সম্ভব নয়। এক্ষেত্রেও সেরকমই ঘটেছে। তোপ, পাল্টা সাফাইয়ের মধ্যেই এই ইস্যুতে যে রাজ্য রাজনীতি আগামী কয়েকদিন উত্তপ্ত থাকবে তা স্পষ্ট হচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Subrata Mukherjee dilip ghosh Kasba Vaccination bjp tmc Firhad Hakim
Advertisment