জম্মু-কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করার কয়েক ঘণ্টার মধ্যেই কাঠুয়া ধর্ষণকে ‘ছোট ঘটনা’ বলে অভিহিত করলেন কবীন্দ্র গুপ্তা। সোমবারই কার্যভার গ্রহণ করেছেন তিনি। দায়িত্ব নেওয়ার পরেই তাঁর এই বিতর্কিত মন্তব্য সাড়া ফেলে দিয়েছে।
কংগ্রেস নেতা সলমন নিজামির করা একটি ভিডিও পোস্টে কবীন্দ্র গুপ্তাকে এ হেন মন্তব্য করতে শোনা গেছে। সেখানে তিনি বলছেন, ‘‘কাঠুয়ার ঘটনা একেবারেই ‘ছোট ঘটনা’, এ নিয়ে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।’’
পরে অবশ্য নিজের হয়ে সাফাই গেয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত উপমুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘‘শীর্ষ আদালত এখনও এ নিয়ে কোনও রায় দেয়নি। এ নিয়ে বৃথা বাক্যব্যয়ের প্রয়োজন নেই। আমি বলেছি, এরকম আরও অনেক ঘটনা রয়েছে, এই নির্দিষ্ট ঘটনা নিয়ে বাড়াবাড়ি করার কোনও মানে হয়না।’’
সোমবার জম্মুর মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদে যে আটজন শপথ নিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন কবীন্দ্রও। তিনি বিজেপি ও আরএসএসের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। রবিবারই ইস্তফা দিয়েছিলেন ড. নির্মলকুমার সিং। গুপ্তা আজ তাঁরই স্থলাভিষিক্ত হন। নির্মলকুমার সিং বিধানসভা অধ্যক্ষের দায়িত্ব সামলাবেন।
এদিন শপথ গ্রহণের আগে কবীন্দ্র গুপ্তা সংবাদমাধ্য়মের কাছে বলেন, ‘‘তিন বছর পর দল আমাকে পরিস্থিতি পরিবর্তনের দায়িত্ব দিয়েছে। আমি সাধ্যানুযায়ী সে কাজ করার চেষ্টা করব।’’