Advertisment

আজ থেকে কলকাতায় অবস্থান, স্বরাষ্ট্রমন্ত্রী-রাষ্ট্রপতির সময় চাইল বিজেপি

রাজ্য বিজেপির দাবি, গত চার দিনে ৮ জন নৃশংস ভাবে খুন হয়েছেন। আইন-শৃঙ্খলা এখানে নিদারুণ রসিকতায় পরিণত হয়েছে। এ সবের প্রতিবাদেই পথে নামতে চলেছে পদ্মশিবির।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp, বিজেপি

গণতন্ত্রের দাবিতে রাজ্য় জুড়ে আন্দোলনে নামছে বিজেপি।

রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শনিবার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান-ধরনায় বসছে রাজ্য বিজেপি। দশমীর দিন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে একই পরিবারের তিন সদস্য নৃশংস ভাবে খুন হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় থেকে অভিনেত্রী অপর্ণা সেন। রাজ্যপালের মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে এই আরএসএস কর্মী ও তাঁর স্ত্রী-পুত্রকে খুনে যুক্ত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়ে সারা দেশে ঝড় তুলেছে গেরুয়া শিবির।

Advertisment

রাজ্য বিজেপির দাবি, গত চার দিনে ৮ জন নৃশংস ভাবে খুন হয়েছেন। আইন-শৃঙ্খলা এখানে নিদারুণ রসিকতায় পরিণত হয়েছে। এ সবের প্রতিবাদেই পথে নামতে চলেছে পদ্মশিবির। বৃহস্পতিবার জিয়াগঞ্জে গিয়েছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। দিল্লীর সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরও রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিজেপির বক্তব্য, "নদীয়ায় বিজেপি কর্মী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় খুন হয়েছেন। জিয়াগঞ্জ-সহ পুজোর মধ্যে রাজ্যে যে ধরনের খুন হিংসা হয়েছে, তাতে এখানে যে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই তা প্রমাণিত।"

আরও পড়ুন ‘রক্ত গঙ্গার মাঝে’ কার্নিভালে মুখ্যমন্ত্রী, তোপ বিরোধীদের

দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আগামিকাল, শনিবার কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ হবে। সেখানে দলের রাজ্য নেতৃত্ব হাজির থাকবে। শুধু জিয়াগঞ্জ নয় রাজ্যর সামগ্রিক আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদেই এই অবস্থান"। জিয়াগঞ্জের হত্যা নিয়ে দিলীপবাবু বক্তব্য, "কে বলছে পালিয়েছে? ঘটনায় কী রহস্য কিছুই বোঝা যাচ্ছে না। সেজন্য আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি। ঘটনার সত্যতা সামনে আসুক। যাই হোক তিনটে প্রাণ গিয়েছে। সাধারন মানুষ ওখানে খুবই ভয়ের মধ্যে আছেন।"

তবে বিজেপি শুধু অবস্থান-বিক্ষোভ আন্দোলনেই সীমাবদ্ধ থাকছে না। দিলীপ ঘোষ জানান, তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছেও সময় চেয়েছেন। তাঁদের কাছে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা তুলে ধরা হবে। বিজেপির দাবি, ইতিমধ্যে তাদের দলের ৮১ জন কর্মী খুন হয়েছেন এ রাজ্যে।

bjp dilip ghosh
Advertisment