আদানি বিতর্কে তোলপাড় দেশ। নাম উচ্চারণ না করলেও এই ইস্যুতে বিরোদীদের কড়া ভাষায তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। এবার আদানি বিতর্কে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সাফ কথা, 'বিজেপির কিছু লুকোনোর বা ভয় পাওয়ারও কিছু নেই'। সামনেই ত্রিপুরায় বিধানসভা ভোট। তার আগে এদিন সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আদানি ইস্যুতে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপি করে শেয়ারের দাম বাড়ানো এবং কর ফাঁকি সহ বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ এনেছে মার্কিণ লগ্নি গবেষণা সংস্থা 'হিন্ডেনবার্গ রিসার্চ'। এরপর থেকেই টালমাটাল অবস্থা গৌতম আদানিক বিভিন্ন সংস্থার শেয়ার দরের। আদানিদের এই পরিস্থিতি গোটা দেশের ক্ষতি করেছে বলে অভিযোগ বিরোদীদের। প্রধানমন্ত্রীকে নিশানা করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি জানানো হয়েছে। গোটা ঘটনার সত্য উদঘাটনে আদালতের পর্যবেক্ষণে তদন্ত হওয়া উচিত- এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী এমএল শর্মা এবং বিশাল তিওয়ারি। সেই মামলার শুনানিতেই শীর্ষ আদালতে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে মোদী সরকার এবং সেবিকে। এরপরই সুপ্রিম নির্দেশ মেনে দেশের অর্থনীতিতে আদানি-কাণ্ডের ফল খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাবে সায় দিয়েছে নরেন্দ্র মোদী সরকার।
আদানি ইস্যুতে বিরোদীদের তুমুল হইহট্টগোলের মধ্যেই গত সপ্তাহে সংসদে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আদানিদের নাম উচ্চরাণ না করেই বিরোদীদের কটাক্ষ ছুড়ে দেন। বলেন, 'বিরোধীদের হাতে কাদা রয়েছে বলেই ছুড়ছেন। যত কাদা ছুড়বেন, ততই পদ্ম ফুটবে।'
এদিন আমিত শাহ বলেছেন, 'বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। শীর্ষ আদালতে যে হেতু মামলাটি রয়েছে, তাই এক জন মন্ত্রী হিসাবে এ ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না। বিজেপির কিছু লুকোনোর নেই। আর কোনও কিছুতে ভয়ও নেই।'