মোদী সরকার উৎখাতে প্রয়োজন বিরোধী ঐক্য। গত কয়েকবছরে একাধিকবার মহাজোট গঠনের প্রয়াস করেছেন তৃণমূল সুপ্রিমো। তবে উপরাষ্ট্রপতি ভোটে বিরোধী প্রার্থীকে সমর্থন নিয়ে তৃণমূলের অবস্থান প্রসঙ্গে নানা প্রশ্ন উঠেছে। ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, 'যে যেখানে থাকবে বিজেপিকে হারানোর জন্য লড়াই করবে। ভোটের পর সব একজোট হবে।' এরপর দলের রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়ান আগামী লোকসভার জন্য বিরোধী ঐক্য নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন।
কী বলেছেন ডেরেক ও'ব্রায়ান?
ব্লুমবার্গ এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূলের রাজ্যসভার সাংসদের দাবি, 'মহাজোট না করেও বিজেপি পরাজিত হতে পারে। ২০২৪ সালে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোটে আউট করা যেতে পারে। বিভিন্ন রাজ্যের শক্তিশালী বিজেপি বিরোধী রাজনৈতিকদলগুলি মোদীর বিরুদ্ধে কড়া অবস্থান নেবেন। রাজ্যগুলিতে বিরোধীদলগুলির সমষ্টিতেই হবে জাতীয় নির্বাচন।'
কে হবে বিরোধী জোটের মুখ? মোদীর চ্যালেঞ্জ কী মমতা? কয়েক সপ্তাহ আগেও দলনেত্রীকেই বিরোধী জোটের প্রধান মুখ করে প্রচারে নেমেছিল জোড়া-ফুল। কিন্তু, বিহারে নীতীশের সঙ্গী বদলে অবস্থার পরিবর্তন হয়। জেডেইউ মমতার পাল্টা নীতীশকেই মোদী বিরোধী মুখ বলে প্রচার শুরু করেছে।
এই আবহে ডেরেক ও'ব্রায়ানের বিরোধী জোট নিয়ে মন্তব্য বেশ তাৎপর্যবাহী।