Advertisment

IND A vs PAK A: টানটান থ্রিলারে পাকিস্তান বধ ভারতের! এক ওভারেই ম্যাচ ঘোরালেন কাশ্মীরি স্পিডস্টার

IND A vs PAK A Highligts: এমার্জিং এশিয়া কাপের আসর বসেছে দুবাইয়ে। প্ৰথম ম্যাচেই ভারতের এ দল হারাল পাকিস্তান শাহিনসকে। ৭ উইকেটে এল ভারতের জয়।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IND A vs PAK A

IND A vs PAK A: এমার্জিং এশিয়া কাপে ভারত জিতল পাকিস্তানকে হারিয়ে (টুইটার)

India A vs Pakistan A Highlights, ACC Men's T20 Emerging Teams Asia Cup: এমার্জিং এশিয়া কাপের সূচনা হল জয় দিয়ে। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে। দুবাইয়ের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তান জেতার পজিশন থেকেও হেরে গেল মাত্র ৭ রানে।

Advertisment

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত স্কোরবোর্ডে ১৮৩ রান তুলেছিল ৮ উইকেটের বিনিময়ে। সেই রান চেজ করেই পাকিস্তান থামল ১৭৭ রানে। শেষ ওভারে জয়ের জন্য পাক দলের দরকার ছিল ১৬ রান। তবে রসিক সালাম দার এই রান সফলভাবে ডিফেন্ড করে যান।

প্ৰথমে ব্যাট করতে নেমে দুই ভারতীয় ওপেনার প্রভসিমরণ সিং এবং অভিষেক শর্মা ধুন্ধুমার ব্যাটিং করছিলেন। পাক বোলারদের নিয়ে ছেলেখেলা করে বল মাঠের বাইরে পাঠাচ্ছিলেন নিজেদের ইচ্ছামত। প্রভসিমরণ আগ্রাসী ব্যাটিংয়ের সূচনা করেছিলেন। তাতে যোগ দেন অভিষেকও।

দুজনের মারকাটারি ব্যাটিংয়ে হতাশ হয়ে পড়ে পাক বোলাররা। চোখের পলকে পাওয়ার প্লে শেষ হওয়ার অনেক আগেই ভারত ফিফটি করে ফেলেছিল। পাওয়ার প্লেতে ভারত ৬৬ তুলে দেয়। তবে বিধ্বংসী এই ওপেনিং জুটিতে শেষমেশ ভাঙন ধরান পাক স্পিনার সুফিয়ান মুকিম।

আরও পড়ুন: মাঠেই কুৎসিত গালি, মারতে এগোলেন অভিষেকও! ভারত-পাক ম্যাচে আগুনের ফোয়ারা, ধুন্ধুমার বিতর্ক, দেখুন

পেস সরিয়ে স্পিন আক্রমণ করতেই ভারত বিপদে পড়ে যায়।বাঁ হাতি পাক স্পিনার অফস্ট্যাম্পের বাইরে লেন্থ বল করেছিলেন। অভিষেককে স্লগ করার প্রলোভন দেখিয়েছিলেন। সেই ফাঁদে পা দিয়েই অভিষেক বিগ হিট নিতে গিয়ে টাইমিংয়ের হেরফের ঘটিয়ে ফেলেন। পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরতে হয় সানরাইজার্স হায়দরাবাদের তারকা ব্যাটারকে।

২২ বলে ৩৫ করে অভিষেক আউট হয়ে গেলেও ভারতকে বড়সড় টার্গেটে পৌঁছে দেন প্রভসিমরণ সিং (১৯ বলে ৩৬) ক্যাপ্টেন তিলক ভার্মা (৩৫ বলে ৪৪), নেহাল ওয়াদেরা (২৫), রামনদীপ সিংরা (১৭)। ভারতের কোনও ব্যাটারই হাফসেঞ্চুরির গন্ডি পেরোতে পারেননি। নির্দিষ্ট ব্যবধানে পাকিস্তান দল উইকেট তুলে নিলেও সম্মিলিত ব্যাটিং প্রচেষ্টা ভারতকে লড়াই করার মত স্কোরে পৌঁছে দিয়েছিল।

১৮৩ রান ডিফেন্ড করতে নেমে ভারতের শুরুটা খারাপ হয়নি। পাওয়ার প্লেতেই বেশ কয়েকটা উইকেট হাসিল করে নিয়েছিল ভারত। তবে মাঝের ওভারে ইয়াসির খান (২২ বলে ৩৩) এবং কোয়াসিম আকরামের (২১ বলে ২৭) হাফসেঞ্চুরি জুটি এবং পরবর্তীতে আরাফাত মিনহাসের (২৯ বলে ৪১) এবং আব্দুল সামাদের ক্যামিও (১৫ বলে ২৫) পাকিস্তানের জয়ের সম্ভবনা জাগিয়ে তুলেছিল।

ভারতের হয়ে দুরন্ত বোলিং করে যান অংশুল কম্বোজ এবং রসিক সালাম দার। কম্বোজ ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। রসিক সালাম আবার ৪ ওভারে খরচ করেন মাত্র ২০ রান। দখল করেন ১ উইকেট। পাকিস্তানের হয়ে ২ উইকেট দখল করেন স্পিনার সুফিয়ান মুকিম।

Team India Team-India india pakistan India-Pakistan India Vs Pakistan match India vs pakistan last T20 Match Pakistan Cricket Team Team India Indian Cricket Team India Cricket Team Pakistan Cricket
Advertisment