Advertisment

Alyssa Healy on ICC Woman's T20 World Cup in Bangladesh: বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন সুরক্ষিত নয়, বিশ্বকাপের আগেই বোমা ফাটালেন স্টার্কের বউ হিলি

Alyssa Healy on Woman's t20 World Cup 2024: বাংলাদেশে মহিলাদের টি২০ বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে নিজেদের আশঙ্কা প্রকাশ করে ফেললেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার এলিসা হিলি। অস্ট্রেলিয়ান সরকারের তরফে এমনিতেই দেশটিতে অজি নাগরিকদের ভ্রমনের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Alyssa Healy on Women's t20 World Cup 2024

Alyssa Healy on Women's t20 World Cup 2024: বাংলাদেশে বিশ্বকাপ খেলতে আসতে চাইছেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা (টুইটার)

Alyssa Healy, Woman's t20 World Cup in Bangladesh: বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে। বিরোধী দল এবং ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রাণভয়ে দেশ ছেড়েছেন। আশ্রয় নিয়েছেন ভারতে। নোবেলজয়ী শেখ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও দেশে সন্ত্রাস, লুঠতরাজের আবহ থামেনি। শাসক দল আওয়ামি লিগের সঙ্গেই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নেমে এসেছে হাড়হিম করা সন্ত্রাস।

Advertisment

এমন অবস্থায় বাংলাদেশে মহিলাদের টি২০ বিশ্বকাপ আয়োজন করা নিয়ে বেকায়দায় আইসিসি। ভারতের কাছে টি২০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব ভেসে এলেও বোর্ড সচিব জয় শাহ সঙ্গেসঙ্গেই প্রত্যাখ্যান করেছেন সেই অনুরোধ।

এমন অবস্থায় বাংলাদেশে মহিলাদের টি২০ বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে নিজেদের আশঙ্কা প্রকাশ করে ফেললেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার এলিসা হিলি। অস্ট্রেলিয়ান সরকারের তরফে এমনিতেই দেশটিতে অজি নাগরিকদের ভ্রমনের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সংবাদসংস্থাকে এএপি-কে এলিসা হিলি জানিয়েছেন, "এই মুহূর্তে ওখানে কোনও ক্রিকেট ইভেন্ট চালিয়ে যাওয়া হচ্ছে, তা দেখা রীতিমত কষ্টকর। এই সময়ে ওখানে পরিকাঠামোগত উন্নয়নে নজর না দিয়ে ক্রিকেট ইভেন্ট চালিয়ে যাওয়া সমস্যার। এই মুহূর্তে ওঁদের সহায়তা প্রয়োজন। অনেকের মৃত্যু ঘটছে।

"ওখানে এখন খেলতে যাওয়া আমার পক্ষে হজম করা মুশকিল। এটা হয়ত এখন করা উচিত হবে না। তবে পুরো বিষয়টি আইসিসির হাতে ছেড়ে দিলাম।"

বাংলাদেশেই টি২০ বিশ্বকাপের আসর বসার কথা অক্টোবরের ৩ তারিখ থেকে। তবে নিরাপত্তা ইস্যুতে অনেক দেশই বাংলাদেশে যাওয়া থেকে বিরত থাকতে পারে, এমনই শঙ্কা রয়েছে আইসিসির। বলা হচ্ছিল, বাংলাদেশে মহিলাদের টি২০ বিশ্বকাপ আয়োজন না করা সম্ভব হলে, ভারতে বসতে পারে মেগা টুর্নামেন্টের আসর।

তবে সম্ভবত তেমনটা ঘটছে না। আইসিসিকে ভারত সরাসরি জানিয়ে দিয়েছে, মহিলাদের টি২০ বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব তারা নিতে পারবে না। জয় শাহ সরাসরি বলে দিয়েছেন, ওই সময়ে পুরুষদের ক্রিকেটে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ গুরুত্বপূর্ণ।

ক্রিকবাজ-এর প্রতিবেদনে জয় শাহকে উদ্ধৃত করে বলা হয়েছে, “ওঁরা (আইসিসি) আমাদের জিজ্ঞাসা করেছিল, আমরা মহিলাদের বিশ্বকাপ আয়োজন করতে পারব কিনা! আমি সরাসরি প্রত্যাখান করে দিয়েছি। আমাদের এখানে তখন বর্ষাকাল চলবে। তাছাড়া আমরা আগামী বছরেই মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করছি। টানা দু বছর বিশ্বকাপ আয়োজনের নিশ্চয়তা দিইনি ওঁদের।”

কোনওভাবে বাংলাদেশে মহিলাদের টি২০ বিশ্বকাপ আয়োজন সম্ভব না হলে আয়োজক দেশ হিসেবে ফেভারিট ইউএই এবং জিম্বাবোয়ে।

Cricket Australia Women Cricket Australia T20 World Cup Bangladesh Violence Australia Cricket Team
Advertisment