Advertisment

Shakib Al Hasan: 'গণহত্যার দায় এড়াতে পারে না ও…' বিতাড়িত সাংসদকে পাকিস্তানে খেলার অনুমতি দিল স্বাধীন বাংলাদেশ

Bangladesh Cricket Team:বাংলাদেশের সাংসদকে কেন দেওয়া হল পাকিস্তানে খেলার অনুমতি, বড় কারণ জানা গেল প্রকাশ্যে

author-image
IE Bangla Sports Desk
New Update
Shakib Al Hasan, Bangladesh Cricket Team, শাকিব অল হাসান, বাংলাদেশ ক্রিকেট দল,

Shakib Al Hasan-Bangladesh Cricket Team: পাকিস্তানে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। (ছবি- টুইটার)

Shakib Al Hasan, Bangladesh Cricket Team: বাংলাদেশ থেকে বহিষ্কৃত এমপি, সাকিব আল হাসানকে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে খেলার অনুমতি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে, অনুমতি দেওয়া হলেও 'সাকিব গণহত্যার দায় এড়াতে পারবেন না।' এমনটা স্পষ্ট করে দিয়েছেন প্রাক্তন বিসিবি সদস্য। প্রবীণ অলরাউন্ডার সাকিব আওয়ামি লিগ দলের সদস্য ছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নাটকীয় ছাত্র-নেতৃত্বাধীন জাতীয় অভ্যুত্থানের পর বাংলাদেশের পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। যার ফলে, সাকিব এমপির দায়িত্ব হারিয়েছেন।

Advertisment

সাকিবের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক ইফতেখার আহমেদ সংবাদ সংস্থাকে বলেছেন, 'আমরা ক্রীড়া উপদেষ্টার সামনে দল পেশ করেছি। তিনি সাকিবকে দলে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেননি। তিনি শুধু বলেছিলেন যে দলকে যোগ্যতার ভিত্তিতে গঠন করা উচিত।' ২৬ বছর বয়সি আসিফ মাহমুদ বাংলাদেশে জাতীয় অভ্যুত্থানের ছাত্র নেতাদের একজন। তিনিই অন্তর্বর্তী সরকারে ক্রীড়ামন্ত্রী। আসিফই সাকিবকে আওয়ামি লিগের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও জাতীয় দলে খেলার চূড়ান্ত অনুমতি দিয়েছেন।

আরও পড়ুন- ব্রিটিশ গায়িকার সঙ্গে বিদেশে হার্দিক! ডিভোর্সের ফুল শুকোনোর আগেই নতুন সম্পর্কে পান্ডিয়া

সরকার ভেঙে যাওয়ার পর, সাকিবের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি। বিসিবির প্রাক্তন সদস্য রফিকুল ইসলাম সংবাদ সংস্থাকে বলেছেন, 'সাকিব বাংলাদেশের প্রাক্তন আইনপ্রণেতা হিসেবে গণহত্যার দায় এড়াতে পারেন না। যখন ছাত্রদের হত্যা করা হচ্ছিল, তিনি কখনও কোনও প্রতিবাদ করেননি। এই ছাত্রদের অনেকেই তাঁকে আইকন বলে মনে করতেন। তাঁর উচিত ছিল প্রথমে বাড়িতে এসে ব্যাখ্যা দেওয়া যে কেন তিনি নীরব ছিলেন?'

বাংলাদেশ ক্রিকেটের সেরা অলরাউন্ডারদের অন্যতম সাকিব সম্প্রতি টি২০ বিশ্বকাপে জাতীয় দলের অধিনায়ক হন। ৩৭ বছর বয়সি খেলোয়াড় কানাডা থেকে সরাসরি পাকিস্তানে বাংলাদেশের জাতীয় দলে যোগ দিয়েছেন। কানাডায় তিনি একটি টি২০ প্রতিযোগিতায় খেলছিলেন। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট দুই টেস্টের সিরিজ শুরু হতে চলেছে। সাকিব এখন সেখানেই খেলবেন।

cricket Pakistan Cricket Team Shakib Al-Hasan Bangladesh Cricket Team
Advertisment