অস্ট্রেলিয়া: ২৬৩/১০, ১১৩/১০
ভারত: ২৬২/১০
শুরু হতেই খতমের খাতায় অস্ট্রেলিয়া। নাগপুর টেস্টের ভয়ানক বিপর্যয় কিছুটা কাটিয়ে ওঠার ইঙ্গিত দিয়েছিল অস্ট্রেলিয়া। প্ৰথম ইনিংসে উসমান খোয়াজা, পিটার হ্যান্ডসকম্বের ব্যাটে ভর করে ২৬৩ তুলেছিল। ভারত শক্তিশালী লোয়ার অর্ডারে ভর করে ২৬২ তোলে।
দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া এক উইকেট হারিয়ে খেলতে নেমেছিল। তবে তৃতীয় দিনের সকালেই সেই চেনা দৃশ্য। স্রেফ একটা সেশনেই অজিদের মাটিতে আছড়ে ফেলল রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার ঘূর্ণি। মাত্র ১১৩ রানে শেষ প্যাট কামিন্সের দল। ভারতের জয়ের জন্য এখন দরকার মাত্র ১১৫ রান।
গতকাল খোয়াজা আউট হয়ে যাওয়ার পর এদিন সকালে ভালোই টানছিলেন হেড এবং মার্নাস লাবুশানে। তবে ট্র্যাভিস হেডকে ফিরিয়ে প্ৰথম আউটের বন্যার সূচনা করে দেন অশ্বিন। তারপর আয়ারাম গয়ারাম। অস্ট্রেলিয়া শেষ ৭ উইকেট হারায় মাত্র ১৮ রানে। ট্র্যাভিস হেড (৪৩), লাবুশানে (৩৫) বাদে কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
পাঁচ মাস পরে নাগপুর টেস্টে প্রত্যাবর্তন করেই ম্যাজিক দেখিয়েছিলেন জাদেজা। ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছিলেন। দিল্লি টেস্টেও সেই জাদেজার সামনে নতজানু হল ক্যাঙারুরা। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও বিধ্বংসী বাঁ হাতি অলরাউন্ডার। ৭ উইকেট নিলেন মাত্র ১২.১ ওভার হাত ঘুরিয়ে ৪২ রানের বিনিময়ে। সবমিলিয়ে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট হয়ে গেল জাদেজার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটাই জাদেজার সেরা বোলিং পারফরম্যান্স।