/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/Eastbengal.jpg)
মোহনবাগানকে হারিয়ে আইএফএ শিল্ড জিতল ইস্টবেঙ্গল। ছবি: ফেসবুক (ইস্টবেঙ্গল)
চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে আইএফএ শিল্ড জিতল ইস্টবেঙ্গল। ২৯ তম শিল্ড এল লাল-হলুদ তাঁবুতে। ছ’বছর পর শিল্ড জিতল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার বারাসতের বিদ্যাসগর ক্রীড়াঙ্গনে ১২২ তম আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি হয়েছিল অনূর্ধ্ব-১৯ ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এদিন পেনাল্টি শুটআউটে ৪-২ ম্য়াচ জিতে নেয় ইস্টবেঙ্গলের ছোটরা।
এদিন বিরতিতে খেলার ফল ছিল গোলশূন্য। ম্যাচের ৪৭ মিনিটে সৌরভ দাসের গোলে এগিয়ে যায় মোহনবাগান। কিন্তু ৮৪ মিনিটে দীপ সাহার দূরপাল্লার শটে গোল শোধ করে ইস্টবেঙ্গল। যদিও বাগান গোলকিপার আসানজা দাইমারিসের ভুলেই এই গোল হজম করে মোহনবাগান। নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফল ১-১ থাকে। এরপর ম্যাচ অতিরিক্ত সময় গড়ায়। শুটআউটে ম্যাচ বার করে নেয় ইস্টবেঙ্গল। বাগান প্রথম দু’টো সুযোগেই গোল করতে ব্যর্থ হয়। লাল-হলুদের হয়ে জয়সূচক গোলটি করেন।
আরও পড়ুন: নতুন বিনিয়োগের ডানায় ভর করে ভবিষ্য়তের রূপরেখা ইস্ট বেঙ্গলের
গত জুলাইতে ইস্টবেঙ্গল পেয়ে গিয়েছে নতুন বিনিয়োগকারী সংস্থাকে।বেঙ্গালুরুর লিডিং বিজনেস সার্ভিসেস প্রোভাইডার কোয়েসে হাত ধরেছে ৯৮ বছরের পুরনো এতিহ্যশালী প্রতিষ্ঠানের। এখন কিংফিশার ইস্ট বেঙ্গল হয়ে গিয়েছে কোয়েস ইস্ট বেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড। বলা যেতেই পারে ইস্টবেঙ্গল-কোয়েসের জুটি শুরুতেই সাফল্য পেয়ে গেল।