Team India t20 World Cup squad: কেকেআর তারকা রিংকু সিং ভারতীয় টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না-পাওয়ায় চটে লাল বহু প্রাক্তন তারকাই। ইরফান পাঠান দল ঘোষণার পরপরই ক্ষোভ উগরে দিয়েছিলেন। এবার নির্বাচকদের একহাত নিলেন আরও এক প্রাক্তন তারকা। রিংকু সিং খেলার দুনিয়ায় দড় হলেও দেখতে নায়কসুলভ নন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান-ফলোয়ারের লিস্টও লম্বা নয়। সেকথা মনে করিয়ে দিয়ে ওই প্রাক্তন তারকার কটাক্ষ, 'দল বাছাইয়ের সময় ইনস্টাগ্রামে কতটা ফলোয়ার রয়েছে, সেটার চেয়েও ক্রিকেটীয় দক্ষতায় বেশি জোর দেওয়া উচিত ছিল।'
ইরফান পাঠান এর আগেই রাখঢাক না করে বলেছিলেন, নির্বাচকরা বিদেশে রিংকুর অভিজ্ঞতা এবং পারফরম্যান্সের ওপর নজরই দেননি। কার্যত সেই সুরেই দক্ষিণী ক্রিকেট তারকা তথা জাতীয় দলের প্রাক্তনী অম্বাতি রায়ডুও বলেছেন, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রিংকু সিংয়ের মত পারফরম্যান্স খুব কম ভারতীয় ক্রিকেটারেরই আছে। আর, সেই রিংকুকেই কি না, এবারের টি-২০ বিশ্বকাপ ক্রিকেট দলে রিজার্ভ প্লেয়ার হিসেবে রাখা হয়েছে।
সেনিয়ে ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় রায়ডু লিখেছেন, 'রিংকু সিংয়ের বাদ যাওয়াটা ক্রিকেটবোধের ওপর পরিসংখ্যানের শাসনকে স্পষ্ট করেছে। টি-২০ বিশ্বকাপের এই বাছাই দলে রবীন্দ্র জাদেজা ছাড়া ১৬-১৭ নম্বর ওভারে নেমে ব্যাপক স্ট্রাইক রেট নিয়ে ম্যাচ জেতানোর মত কে আছে? রিংকু সিংকে বাদ দেওয়াটা একটা বড় ভুল। পরিমাণের চেয়ে সবসময় গুণাবলীকে এগিয়ে রাখা উচিত। আর, ইনস্টাগ্রামে কাকে কার বেশি পছন্দ তার চেয়েও দল নির্বাচনে ক্রিকেটীয় দক্ষতার ওপরই জোর দেওয়া উচিত ছিল।'
২০২২ টি-২০ বিশ্বকাপের পর থেকে রিংকু ১৫টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ধারাবাহিকভাবে ভালো খেলা রিংকুর আন্তর্জাতিক ম্যাচে স্ট্রাইক রেট ১৭৬। তবে, এখনও যে ১৫ জনের স্কোয়াডে রিংকুর জন্য দরজা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, তেমনটা নয়। ১ মে, দেশগুলো আইসিসির কাছে স্কোয়াডের তালিকা তুলে দিয়েছে ঠিকই। কিন্তু, ২৫ মে-এর মধ্যে তা বদলানোর সময় আছে। এখনও আইপিএলের কিছু ম্যাচ বাকি আছে। রিংকু যদি সেখানে দুর্দান্ত পারফরম্যান্স করেন, তবে, সেক্ষেত্রে বিসিসিআই তালিকা বদলানোর জন্য আইসিসির টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করতেও পারে।
আরও পড়ুন- গোটা মুম্বই ইন্ডিয়ান্সকে শাস্তি দিল জয় শাহের বোর্ড, ক্যাপ্টেন হার্দিকের জরিমানা ২৪ লক্ষ টাকা
আর, আরেকভাবে রিংকু ১৫ জনের স্কোয়াডে জায়গা পেতে পারেন। তা হল, ঘোষিত স্কোয়াডের কোনও খেলোয়াড় যদি আহত হন, তবে। সেক্ষেত্রেও রিংকু সিংয়ের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের ১৫ জনের স্কোয়াডে স্থান পাওয়ার সম্ভাবনা বাড়বে।