/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/Hardik-Pandiya.jpg)
বেফাঁস মন্তব্যের জেরে সদস্যপদ খোয়ালেন পাণ্ডিয়া (ফাইল)
জীবনের সেরা সেলফি তুললেন হার্দিক পাণ্ডিয়া। এমনটাই বলছেন তিনি। রবিবার ভারতীয় দলের সঙ্গে প্র্যাকটিস সেশনের পর টুইটারে একটি সেলফি পোস্ট করেছেন তিনি। এক ফ্রেমে রয়েছে গোটা ভারতীয় দল। আর এই ছবিতেই পাণ্ডিয়া "বেস্ট সেলভি এভার" ক্যাপশন দিয়েছেন।
Best selfie ever ???? pic.twitter.com/dXGpWuV1co
— hardik pandya (@hardikpandya7) December 23, 2018
চোটের জন্য মেলবোর্ন টেস্টে অশ্বিন-জাদেজার খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে। কিন্তু পাণ্ডিয়া পুরোপুরি ফিট। এদিন পুরো দমে প্র্যাকটিসও করেছেন টিম ইন্ডিয়ার স্টার অলরাউন্ডার। সম্ভবত হনুমা বিহারীর পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন বরোদা নিবাসী। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেশ কিছুদিন দূরে রয়েছেন তিনি। এশিয়া কাপের পর ফের একবার দেশের হয়ে মাঠে নামবেন তিনি।
আরও পড়ুন: বিরাটদের বিরুদ্ধে পেইনের দলে সাত বছরের লেগ স্পিনার
কোমরে চোটের জন্য এশিয়া কাপের পর থেকেই দলের বাইরে ছিলেন তিনি। সম্প্রতি রঞ্জি ট্রফিতে বরোদার হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ৭ উইকেট নিয়েছেন হার্দিক, করেছেন হাফ সেঞ্চুরিও। প্রস্তুতি বলতে এটাই। এবার সরাসরি আন্তর্জাতিক ম্যাচে খেলতে চলেছেন তিনি।
Snapshots from #TeamIndia's training session at the MCG ???????????????? #AUSvINDpic.twitter.com/kgnei1OsON
— BCCI (@BCCI) December 23, 2018
চলতি বছর ইংল্যান্ডের মাটিতে পাণ্ডিয়া পাঁচ উইকেট নিয়েছিলেন ঠিকই, কিন্তু গোটা সফরে তিনি ব্যাটে-বলে সেভাবে সফল হতে পারেননি। এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সাফল্য় পাননি পাণ্ডিয়া। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে তাঁর মাঠে নামা নিশ্চিতয এখন দেখার অজিদের বিরুদ্ধে পাণ্ডিয়ার পারফরম্যান্স দাগ কাটতে পারে কি না!