Advertisment

India’s WTC qualification chances after 2nd Test vs New Zealand: পুনেতে হারলেই বজ্রাঘাত! ভারতের হারে কপাল খুলবে একসঙ্গে ৪ দলের, জমে ক্ষীর ফাইনালের লড়াই

WTC final qualification scenarios: পুনে টেস্টের পরেই ভারত ১ নভেম্বর চলতি সিরিজের শেষ টেস্ট খেলতে নামবে মুম্বইয়ে। তবে সিরিজ হারলেই অপেক্ষায় রয়েছে বিপদ।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs New Zealand, Ind vs nz, ভারত বনাম নিউজিল্যান্ড

IND vs NZ: পুনেতে ব্যাকফুটে টিম ইন্ডিয়া (বিসিসিআই)

ICC World Test Championship: ভারত যদি পুনে টেস্ট হেরে ১২ বছর পর ঘরের মাঠে সিরিজ খুঁইয়ে বসে, তাহলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর সম্ভবনা জোরালো ধাক্কা খাবে।

Advertisment

সিরিজে নিউজিল্যান্ড যদি ২-০ লিড নেওয়া নিশ্চিত করতে পারে পুনেতে, তাহলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতের পয়েন্ট শতাংশ মাত্র ৮ দিনের ব্যবধানে ৭৪ শতাংশ থেকে নেমে আসবে ৬২.৮২ শতাংশে। তারপরেও ভারত পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান ধরে রাখতে সমর্থ হবে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার (৬২.৫০) থেকে এগিয়ে থাকবে সামান্য ব্যবধানে।

হারলেও ভারতের ফাইনালে পৌঁছনোর ভাগ্য নিয়ন্ত্রণে থাকবে রোহিতদের হাতেই। তবে বাকি ছয় টেস্টে আরও হার হজম করলে পয়েন্ট টেবিলে ভারতের অধঃপতন অব্যাহত থাকবে।

অন্যান্য দলের ওপরেই নির্ভর করবে ভারতের শীর্ষস্থানে থাকার বিষয়টি। ২২ নভেম্বর বর্ডার-গাভাসকার ট্রফি শুরু হওয়ার আগে ভারত চলতি সিরিজের শেষ টেস্ট খেলবে ১ নভেম্বর।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের বর্তমান পর্যায়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ছাড়া শ্রীলঙ্কাও ভারতের কাছে বাধা হয়ে দাঁড়াতে পারে।

ভারত হারলে কি সমস্যা বাড়বে?

নিজেদের নিয়ন্ত্রণে থেকে ফাইনালে পৌঁছনো পর্যন্ত বাকি ছয় ম্যাচের একটিতেও হারলে সমস্যা বাড়বে ভারতের। বাকি ছয় ম্যাচের একটিতে ড্র এবং বাকি পাঁচটা ম্যাচ জিতলে ভারত সর্বোচ্চ ৭১.০৫ PCT (পয়েন্ট শতাংশ) অর্জন করতে পারে। টানা ছয়টা ম্যাচ জিতলে রোহিতের সংগৃহীত পয়েন্ট দাঁড়াবে ১৭০-এ। তখন PCT হবে ৭৪.৫৬। তবে ভারতকে অবিশ্বাস্য ফর্মে থেকে বর্ডার গাভাসকার ট্রফিতে ৫-০ ব্যবধানে জয় পেতে হবে।

ভারতের ফ্যাক্টরে অন্যান্য দল: নূন্যতম দুটো ম্যাচ জিতেই ভারত ফাইনালে পৌঁছতে পারে। তবে সেক্ষেত্রে অন্যান্য দলের ফলাফল ভারতের অনুকূলে হতে হবে। ৬০-এর ওপর PCT বজায় রাখতে হলে ভারতকে দুটো টেস্ট জয়ের পাশাপাশি চারটে টেস্ট ড্র করতে হবে।

ভারতের সঙ্গে যে দলগুলি WTC ফাইনালে পৌঁছনোর দাবিদার

শ্রীলঙ্কা: শ্রীলঙ্কার ফাইনালে পৌঁছনোর সম্ভবনা ভীষণই কম রয়েছে। সেক্ষেত্রে লঙ্কানদের বাকি সমস্ত টেস্ট জিততে হবে। একইভাবে ভারতকে বাকি সমস্ত টেস্ট হারতে হবে। শ্রীলঙ্কার দুটো করে টেস্ট বাকি রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ২০২৫-এর শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বর্তমানে ৫৫.৫৬ PCT নিয়ে লঙ্কানরা টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। টানা চারটে টেস্ট জিতলেই শ্রীলঙ্কা সর্বোচ্চ ১০৮ পয়েন্টে পৌঁছবে, ৬৯.২৩ PCT সমেত। তখন শ্রীলঙ্কাকে PCT-র অংকে পিছনে ফেলতে ভারতের প্রয়োজন হবে নূন্যতম পাঁচটা টেস্ট জয়।

দক্ষিণ আফ্রিকা: মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে প্ৰথম টেস্ট জয়ের পর দক্ষিণ আফ্রিকা ধীরে ধীরে WTC পয়েন্ট টেবিলে উর্ধ্বগতি অব্যাহত রেখেছে। বাংলাদেশে আরও একটা টেস্ট খেলার পর ঘরের মাঠে প্রোটিয়াজরা দুটো করে টেস্ট খেলবে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে। সমস্ত ম্যাচেই জয়লাভ করলে দক্ষিণ আফ্রিকা ৬৯.৪৪ PCT-তে ফিনিশ করবে। তখন দক্ষিণ আফ্রিকাকে পেরোতে হলে ভারতকে একটার বেশি ড্র অথবা হার যেন হজম করতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তখন ভারতের PCT দাঁড়াবে ৭১.০৫-এ।

নিউজিল্যান্ড: WTC ফাইনালে পৌঁছনোর যাত্রায় ভারতের সামনে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড। পুনেতে দ্বিতীয় টেস্ট জয়ের সঙ্গেই সিরিজ দখল করে ফেললে কিউইদের PCT ৫০ ছুঁয়ে ফেলবে। মুম্বইয়ে সিরিজের তৃতীয় টেস্ট খেলা বাদেও ঘরের মাঠে কিউইরা আরও তিনটে টেস্ট খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। বাকি চারটে ম্যাচেই জিতলে ব্ল্যাক ক্যাপসরা সর্বোচ্চ ৬৪.২৮ PCT-তে ফিনিশ করতে পারবে। তবে ফাইনালে পৌঁছতে হলে কিউইদের লক্ষ্য রাখতে হবে বাকি ম্যাচের ফলাফলের ওপরেও।

অস্ট্রেলিয়া: পয়েন্ট টেবিলের শীর্ষ দুই স্থান থাকা সত্ত্বেও ভারত-অস্ট্রেলিয়া একসঙ্গে ফাইনালে কোয়ালিফাই করতে পারবে না। ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচটা টেস্ট ছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে নামতে হবে অজিদের। বাকি সাতটা টেস্টের চারটেতে জিতলেই ক্যাঙারুরা ভারতকে টপকে ফাইনালে পৌঁছনো নিশ্চিত করে ফেলবে।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Team India Team-India Indian Cricket Team Team India India Cricket Team ICC
Advertisment