/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/RCB.webp)
আইপিএলের বায়ো বাবল ছাড়লেন আরসিবি পেসার হর্ষল প্যাটেল। বোন মারা গিয়েছেন। এই খবর পেয়েই বেঙ্গালুরু পেসার ভেঙে পড়েন। তৎক্ষণাৎ পরিবারের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।
সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, হর্ষল পারিবারিক এই ট্র্যাজেডির খবর পান মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শনিবারের রাতের ম্যাচের পরে। গত কয়েক মরশুম ধরেই আরসিবির জার্সিতে দুরন্ত খেলে নজর কেড়েছিলেন হর্ষল। শনিবার রাতেও মুম্বইয়ের বিপক্ষে জোড়া উইকেট নেন হর্ষল। ম্যাচে আরসিবি সাত উইকেটে জয় পায়।
আরও পড়ুন: বিতর্কিত আউটের শিকার কোহলি! গনগনে মেজাজে মাঠ ছাড়লেন মহাতারকা, দেখুন ভিডিও
আইপিএল সূত্রে জানা যাচ্ছে, পরিবারের ভয়ঙ্কর ট্র্যাজেডির খবর পেয়ে রাতেই বায়ো বাবল ভাঙেন তিনি। পরিবারের উদ্দেশ্যে রওনা দেন। বোনের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে টিম বাসে পুণে থেকে মুম্বইয়ে আর ফেরেননি তিনি। সিএসকের বিরুদ্ধে আরসিবি পরের ম্যাচ খেলবে এপ্রিলের ১২ তারিখে, মঙ্গলবার। সেই ম্যাচের আগে দলের সঙ্গে পুনরায় যোগ দেবেন তিনি।
আইপিএলে টানা ভালো খেলার সুবাদে হর্ষল গত বছর জাতীয় দলেও জায়গা পেয়েছিলেন। অভিষেকের পর হর্ষল ৮টি টি২০ ম্যাচ খেলেছেন নীল জার্সিতে।