এক কিংবা দুজন নয়। একসঙ্গে সাত ফুটবলারকে বাতিল করল এফসি গোয়া। পাঁচ দেশি এবং দুই বিদেশি তারকার সঙ্গে ৩১ মার্চেই চুক্তি শেষ হচ্ছে গউরদের। তবে কারোর সঙ্গেই চুক্তি নবীকরণ করছে না গোয়া। এই তালিকায় রয়েছেন ভারতীয় যুব দলের হয়ে যুব বিশ্বকাপে অংশগ্রহণ করা আনোয়ার আলি, মাকন চোটে, লেনি রদ্রিগেজ, নংদম্ব নাওরেম, রেডিম টাং। বিদেশিদের মধ্যে হার্নান সান্তানা, মার্ক ভেলিয়েন্টকেও ছেড়ে দেওয়া হচ্ছে।
দিল্লি এফসি থেকে ১৮ মাসের লোনে গোয়ায় এসেছিলেন আনোয়ার আলি। সেই পর্ব শেষ হতে দিল্লি এফসিতেই ফিরে যাচ্ছেন তিনি। গত দুই সিজন ধরে অরেঞ্জ জার্সিতে ৩০ ম্যাচ খেলেছেন আনোয়ার।
আনোয়ারের মতই যুব বিশ্বকাপে খেলা নাওরেম ইন্ডিয়ান এরোজ, কেরালা ব্লাস্টার্স এবং এটিকে মোহনবাগানের হয়ে খেলার পর এফসি গোয়ায় সই করেন ২০২১-এ। গত সিজনেও ১২ ম্যাচ খেলেছেন তিনি।
চোটে এবং টাং আবার দলের হয়ে ডুরান্ড কাপ, আইএসএল এবং সুপার কাপে খেলেছেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছেন দুই তারকা। ৪০ ম্যাচ খেলার পর এবার গোয়াকে বিদায় জানাতে হচ্ছে।
লেনি রদ্রিগেজ আবার এফসি গোয়া পর্ব শেষ করে এবার যোগ দিতে চলেছেন সের্জিও লোবেরার ওড়িশা এফসিতে। লোবেরার দলে বুধবার-ই সই করেছেন মুম্বই সিটি এফসি ছেড়ে যাওয়া আহমেদ জাহু। মুম্বই সিটি এফসি ডিফেন্ডার মুর্তাদা ফল-ও ওড়িশার চুক্তি একপ্রকার পাকা। তাঁদের সঙ্গেই এবার যোগ দেবেন লেনি রদ্রিগেজ। দুই স্পেলে এফসি গোয়া পর্ব শেষ হল তাঁর। ২০১৮-২০২১ টানা খেলেছিলেন মান্ডবি তীরের ফ্র্যাঞ্চাইজিতে। এরপরে চলতি বছরেই জানুয়ারিতেই দ্বিতীয় বারের মত এফসি গোয়ায় যোগ দিয়েছিলেন। সবমিলিয়ে গোয়ার জার্সিতে ৬০ ম্যাচ খেলা লেনি লিগ উইনার্স শিল্ড, সুপার কাপ জিতেছেন।
স্প্যানিশ তারকা ভ্যালিয়েন্টেকে গত সিজনের শুরুতে সই করিয়েছিল গোয়া। তবে চোট আঘাতে মরসুমের মাঝপথেই এফসি গোয়া পর্ব খতম হয়ে যায় ভ্যালিয়েন্টের। তাঁর পরিবর্ত হিসাবে গোয়া সই করিয়েছিল হার্নান সান্তানাকে। যিনি সাত ম্যাচ খেলেছিলেন। তবে দুই তারকাকেই মরশুম শেষে বাতিল করছে গোয়া।