Bengal vs Uttar Pradesh, Ranji Trophy 2024: ছয় বছর পর প্ৰথম শ্রেণির ক্রিকেটে প্রত্যাবর্তন করেছিলেন। আর সেই ঝাঁজের সামনেই উড়ে গেল বাংলা (Bengal Ranji Trophy)। রঞ্জির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে উত্তরপ্রদেশের জার্সিতে (Uttar Pradesh Ranji Team) ৫ উইকেট নিয়ে বাংলাকে শুইয়ে দিলেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)।
দিনের শেষে স্ট্যাম্পের সময় বাংলা ৯৫/৫-এ ফিনিশ করে। তার আগে বাংলাও উত্তরপ্রদেশকে ৬০ রানে অলআউট করে দিয়েছিল। তবে দিনের শেষে ভুবনেশ্বরের পাঁচ উইকেটের দাপটে লড়াইয়ে ফিরল উত্তরপ্রদেশ। পরপর আউট করে যান সৌরভ পাল, সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি এবং অভিষেক পোড়েলকে।
ম্যাচে বাংলার ক্যাপ্টেন মনোজ তিওয়ারি টসে জিতে কানপুরে প্ৰথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। তবে উত্তরপ্রদেশের হয়ে দুই অঙ্কের রানে পৌঁছন মাত্র সমর্থ সিং, আরিয়ান জুয়েল এবং ক্যাপ্টেন নীতিশ রানা।
বাংলার হয়ে দুরন্ত বোলিং করে যান মহম্মদ কাইফ। মাত্র ১৪ রানের বিনিময়ে ৪ উইকেট নেন শামির ভাই। সুরজ জয়সোয়াল ৩ উইকেট নেন। ঈশান পোড়েল নেন বাকি দুই উইকেট।
তবে প্রতিপক্ষকে অল্প রানে আউট করে দিলেও বাংলার ব্যাটাররা ফায়দা তুলতে পারেননি। দিনের শেষে বাংলার হয়ে অপরাজিত অবস্থায় মাঠ ছেড়েছেন শ্রেয়ংস ঘোষ (৩৭) এবং করণ লাল (৮)। ভুবনেশ্বর কুমার একাই বাংলার সব উইকেট পাঁচ শিকার করেন। মাত্র ৩৫ রানে এগিয়ে রয়েছে বাংলা।
২০১৮ থেকে ভুবনেশ্বর কুমার ভারতের টেস্ট স্কোয়াডের বাইরে। দক্ষিণ আফ্রিকায় শেষবার খেলেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত পাঁচ টেস্টের সিরিজে নামছে জানুয়ারির ২৫ থেকে। মহম্মদ শামির ফিটনেস সমস্যা রয়েছে। প্ৰথম দুই টেস্টে খেলতে পারবেন না তিনি। এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকায় ভরাডুবি ঘটানো প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দূল ঠাকুরদের ওপরেই আস্থা রাখবেন নির্বাচকরা নাকি ভুবনেশ্বরের মত পুরোনো ঘোড়াকে নির্বাচকরা ডেকে নেবেন, সেটাই দেখার।