Advertisment

Hong Kong Cricket Sixes 2024: ঐতিহাসিক টুর্নামেন্টে টিম ইন্ডিয়া ক্যাপ্টেন এবার রবিন উথাপ্পা, বড় ঘোষণায় ঝড় উঠল আচমকাই

Robin Uthappa named captain of India for Hong Kong sixes: শচীন-ম্যাকগ্রাথ-মুরলিদের ঐতিহাসিক টুর্নামেন্টে এবার ইন্ডিয়ার সেরার সেরা তারকারা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Robin Uthappa named team india captain

Robin Uthappa-India: ভারতীয় দলের নেতা হলেন রবিন উথাপ্পা (টুইটার)

India Set For A Return To Playing In Hong Kong Cricket Sixes Tournament: নভেম্বরের ১ থেকে ৩ তারিখে হংকং সুপার সিক্সে খেলতে নামবে টিম ইন্ডিয়া। জাতীয় দলের প্রাক্তন তারকা রবিন উথাপ্পাকে ক্যাপ্টেন নীল জার্সিতে নামবেন এই টুর্নামেন্টে। সিক্স-আ-সাইড টুর্নামেন্টে উথাপ্পা ছাড়াও খেলবেন মনোজ তিওয়ারি, শ্রীবৎস গোস্বামী, স্টুয়ার্ট বিনি, শাহবাজ নাদিম, কেদার যাদব, ভরত চিপলি।

Advertisment

এবারের সংস্করণে ১২ দলীয় টুর্নামেন্টে অংশ নেবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, হংকং, নেপাল, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ইউএই। ১৯৯২ সালে এই টুর্নামেন্ট শুরু হয়ে নির্বিঘ্নে নিয়মিতভাবে ২০১৭ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।

শচীন তেন্ডুলকর, এমএস ধোনি, শ্যেন ওয়াটসন, ওয়াসিম আক্রম, শোয়েব মালিক, গ্লেন ম্যাক্সওয়েল, ডামিয়েন মার্টিনের মত প্রবাদপ্রতিম তারকারা অংশ নিয়েছেন এই টুর্নামেন্টে। টুর্নামেন্টের সফলতম দল দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং ইংল্যান্ড। ভারত ২০০৫-এ চ্যাম্পিয়ন হয়েছিল। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজই একবার করে বিজয়ী হয়েছিল।

এই টুর্নামেন্টের আকর্ষণীয় দিক হল একাধিক চমকপ্রদ নিয়ম। কী কী অভিনব নিয়ম রয়েছে? *প্রত্যেক দল ছয় সদস্যের। প্রতি ইনিংস হয়ে থাকে ছয় ওভারের। সাধারণ ম্যাচে ছয় বলের ওভার হলেও ফাইনালে প্রত্যেক ওভার আট বলের হয়ে থাকে।

*উইকেটকিপার ছাড়া ফিল্ডিং দলের সকলকে বোলিং করতে হয়। ওয়াইড এবং নো বলের ক্ষেত্রে দু-রান যোগ হয় ব্যাটিং দলের স্কোরবোর্ডে।

*৫ ওভার সমাপ্ত হওয়ার আগেই ব্যাটিং দলের ৫ উইকেট পড়ে গেলে শেষ ব্যাটার ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারবেন। পঞ্চম ব্যাটার সেক্ষেত্রে রানার হিসাবে খেলবেন। ষষ্ঠ উইকেটের সমাপ্তির সঙ্গেই ইনিংসের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

*কোনও ব্যাটার ৩১ রান করার পর সংশ্লিস্ট ব্যাটারকে রিটায়ার্ড হার্ট ঘোষণা করা হয়। দলীয় সকল ব্যাটার আউট হয়ে গেলে তিনি পুনরায় ব্যাটিং করতে পারবেন।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Cricket News Indian Cricket Team Indian Team India Cricket Team Team-India Team India
Advertisment