Rohit Sharma on Mohammed Shami injury update: দ্বিতীয় টেস্টে হারের পরেই রোহিত শর্মা বলে দিয়েছিলেন নতুন করে শামির হাঁটু আবার ফুলে গিয়েছে। সঙ্গে সংযোজন ছিল, টিম ইন্ডিয়া শামির প্রত্যাবর্তন নিয়ে যথেষ্ট সতর্ক।
এবার রোহিত শর্মা গাব্বায় ড্র টেস্টের পর জানিয়েছেন, "পেসারকে নিয়ে এনসিএ-র কেউ আপডেট দিলে ভালো হয়।" গাব্বায় ড্রয়ের পর সিরিজ আপাতত ১-১। এমন অবস্থায় সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মাকে জিজ্ঞাসা করা হয় শামি সিডনি এবং মেলবোর্নে বাকি দুই টেস্ট খেলতে উড়ে আসবেন কিনা!
এরপরেই রোহিত বলে দেন, "এনসিএ-এ কেউ এই বিষয়ে আপডেট দেওয়ার এটাই প্রকৃষ্ট সময়। ওখানেই ও রিহ্যাব করছে। ওঁদের সত্যিই আপডেট দিতে হবে।" সম্প্রতি শামি সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলার পর বেঙ্গালুরুতে গিয়েছেন। এনসিএ-তে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাঁকে।
এডিলেডে ভারতের ১০ উইকেটে পরাজয়ের পর এই ব্যাপারে রোহিত সাংবাদিকদের বলেছিলেন, 'আমরা ওঁকে পর্যবেক্ষণে রেখেছি। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেলার সময়, শামির হাঁটু ফুলে গিয়েছিল। সেটাই ওঁর টেস্ট ম্যাচ খেলার প্রস্তুতিতে বাধা দিচ্ছে। এখানে এসে ও আরও চোটের মধ্যে পড়বে। এই পরিস্থিতিতে আমরা ওঁকে এখানে আনতে চাই না।'
এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেস-এ বলা হয়েছিল শামিকে অস্ট্রেলিয়ায় উড়িয়ে নিয়ে যাওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বিসিসিআই। সেখানে বলা হয়েছিল, শামির জার্সিও ইতিমধ্যে তৈরি করিয়ে রেখেছে বিসিসিআই। এমনকী তাঁর ভিসাও নাকি তৈরি। শুধু ফিটনেস মিললেই তিনি অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন। এনসিএর বিশেষজ্ঞদের ছাড়পত্র মিললেই অস্ট্রেলিয়ায় তড়িঘড়ি উড়িয়ে নিয়ে যাওয়া হবে শামিকে।
শামি শেষবার ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের হয়ে খেলেছেন। তার আগে ২০২৩ সালের জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের সময় ভারতীয় দলের হয়ে টেস্ট খেলেছেন। সম্প্রতি পায়ের চোট সারিয়ে বাংলা দলের হয়ে খেলতে শুরু করেছেন। ৩৪ বছর বয়সি পেসার সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বাংলার পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছেন। এই ট্রফিতে বাংলার নকআউট পর্বে ওঠার ক্ষেত্রে শামির বিশেষ অবদান রয়েছে। ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন।