রোহিত শর্মাকে শুধু নিজের মতো খেলে যেতে হবে, তাহলেই টেস্টে ভারত যে কোনও রান তাড়া করার ক্ষমতা রাখবে, এমনটাই বলে দিচ্ছেন সঞ্জয় বাঙ্গার। বিশ্বকাপের পরে ব্যাটিং কোচের পদ থেকে সরে যেতে হয়েছে বাঙ্গারকে। বদলে নিয়োগ করা হয়েছে বিক্রম রাঠৌরকে। জাতীয় দল থেকে সরে এলেও বাঙ্গার অবশ্য প্রাক্তন ছাত্রকে নিয়ে উচ্ছ্বাস থামানোর কোনও কারণ দেখছেন না। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়ে দেন, "যদি রোহিত টেস্টে সাফল্য পায়, তাহলে সেটা জাতীয় দলের পক্ষে দারুণ ব্য়াপার হবে। অতীতে কেপ টাউন কিংবা এজবাস্টনের মতো যে টার্গেট আমরা তাড়া করতে পারিনি, সেরকম লক্ষ্যমাত্রাও আমরা ছুয়ে ফেলতে পারব।"
সীমিত ওভারের ক্রিকেটে বরাবরই রোহিত অপ্রতিরোধ্য। ওয়ান ডে হোক বা টি টোয়েন্টি রোহিতের ব্যাট ঝলসে ওঠে নিয়মিত। তবে টেস্টে এখনও পর্যন্ত রোহিত সেরকমভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। বিশ্বকাপের দুর্ধর্ষ পারফরম্যান্সের পরে রোহিতকে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট স্কোয়াডে নেওয়া হলেও প্রথম একাদশে সুযোগ মেলেনি। লোকেশ রাহুলের সঙ্গে মায়াঙ্ক আগারওয়ালকে দেখা গিয়েছে ইনিংসের শুরু করতে।
আরও পড়ুন হার্দিককে কেন ভাবা হল না টেস্ট স্কোয়াডে, জানালেন প্রসাদ
প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা ভারতের, বাদ রাহুল, এলেন শুভমান গিল
তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিতকে ওপেনার হিসেবে খেলানোর বার্তা দিয়েছেন স্বয়ং নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ। লোকেশ রাহুলকে বাদ দেওয়া হয়েছে ক্যারিবিয়ান সফরে ফ্লপ শো-এর পরে। টেস্টে রোহিতের পারফরম্যান্স অবশ্য একদমই হেলাফেলার করার মতো নয়। জাতীয় দলের জার্সিতে ২৭ টেস্টে ৩৯.৬২ গড়ে ১৫৮৫ রান করেছেন। তিনটে শতরান সহ দশটা অর্ধশতরানও বেরিয়েছে তাঁর ব্যাট থেকে।
এর আগে মিডল অর্ডারে রোহিতকে খেলানো হয়েছে। তবে হনুমা বিহারী এবং অজিঙ্কা রাহানে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভরসা জোগানোর পরে রোহিত শর্মাকে প্রথম একাদশে ওপেনার হিসেবেই খেলতে হবে। বাঙ্গার অন্যতম প্রিয় ছাত্রকে নিয়ে এক সর্বভারতীয় প্রচারমাধ্য়মে জানিয়েছেন, "টেস্টে রোহিত সফল হবে কিনা, তা নির্ভর করছে, ও কতটা নিজের মতো খেলা ধরে রাখতে পারে। টেস্ট দলে মিডল অর্ডার মোটামুটি সেটল হওয়ায় ওপেনিংয়ে খেলতে হবে ওকে। এটা ওর কাছে নতুন চ্যালেঞ্জও ছুড়ে দেবে। কারণ এর আগে টেস্টে ও ওপেনার হিসেবে খেলেনি।"
তবে চ্যালেঞ্জের পাশাপাশি রোহিতের সামনে সুবিধাও থাকছে। এমনটাই জানাচ্ছেন তিনি। বলছেন, "ওর সুবিধা হল, শক্ত বলে খেলতে হবে ওকে। এমন সময়ে যখন ফিল্ডিংয়ে বেশ ফাঁকফোকর থাকবে। সেই সঙ্গে, ওকে ড্রেসিংরুমে ব্যাট করার জন্য বেশিক্ষণ অপেক্ষাও করে থাকতে হবে না। যাতে ওর মানসিক শক্তি বজায় থাকবে।"
Read the full article in ENGLISH