Advertisment

ভোট দিলেন 'প্রিন্স অফ ক্য়ালকাটা', রইল ছবি

আপাতত কয়েক'টা দিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন সৌরভ। সিএবি প্রেসিডেন্ট বিশ্বকাপ শুরু হলেই ইংল্যান্ডের বিমান ধরবেন। বিশ্বকাপে আইসিসি-র তারকাখচিত ধারাভাষ্য়কারদের তালিকায় রয়েছেন মহারাজ।

author-image
IE Bangla Web Desk
New Update
Sourav Ganguly Casts His Vote In Kolkata

ভোট দিলেন 'প্রিন্স অফ ক্য়ালকাটা', রইল ছবি (ছবি-সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের অফিসিয়াস ফেসবুক পেজ থেকে)

রবিবার সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ দিন। এদিন সপ্তম ও অন্তিম দফায় পশ্চিমবঙ্গে মূলত কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে ভোট প্রক্রিয়া জারি রয়েছে। বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ মিলিয়ে মোট ৯টি কেন্দ্রে আজ নির্বাচন।

Advertisment

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও 'প্রিন্স অফ ক্যালকাটা' এদিন সকাল সকাল ভোট দিয়ে আসলেন বরিষা জনকল্যাণ বিদ্যাপীঠে গিয়ে। সেই ছবি সংবাদসংস্থা এএনআই টুইট করেছে। অতীতে সৌরভকে নেওয়ার জন্য অনেক রাজনৈতিক দলই আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু সৌরভ রাজনীতিতে নাম লেখাননি। ক্রিকেট নিয়েই রয়েছেন তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপে নতুন মুকুট সৌরভের কপালে, অনন্য কীর্তির সামনে মহারাজ

দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্বে সৌরভ আলো ছড়িয়েছেন সদ্যসমাপ্ত আইপিএলে। তাঁর কোচিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন পৃথ্বী শ থেকে ঋষভ পন্থ এবং শ্রেয়স আয়ারের মতো দলের তরুণ ক্রিকেটাররা। দিল্লি প্লে-অফেও ওঠে এবছর।


আপাতত কয়েক'টা দিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন সৌরভ। সিএবি প্রেসিডেন্ট বিশ্বকাপ শুরু হলেই ইংল্যান্ডের বিমান ধরবেন। বিশ্বকাপে আইসিসি-র তারকাখচিত ধারাভাষ্য়কারদের তালিকায় রয়েছেন মহারাজ। ভারত থেকে সৌরভ ছাড়াও থাকছেন হর্ষ ভোগলে ও সঞ্জয় মঞ্জরেকর।এমনিতে ক্রিকেটার, প্রশাসক কিংবা মেন্টর হিসেবে সৌরভ অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গিয়েছেন নিজেকে। তবে ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকার হিসেবেও যে তিনি কম যান না, তার প্রমাণ বারেবারেই রেখেছেন তিনি।

Sourav Ganguly General Election 2019
Advertisment