Rashid Latif on Pakistan Cricket team hosting private dinner: মাত্র ২৫ ডলার খরচ করলেই মিলবে প্রিয় ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ। থাকবে একসঙ্গে নৈশাহারের ব্যবস্থাও। টি২০ বিশ্বকাপে খেলতে গিয়ে এরকম উপায়ে অর্থোপার্জন করে আলোচনার শিরোনামে পাকিস্তান ক্রিকেট দল।
ক্রিকেট বিশ্বকাপে গিয়ে এভাবেই প্রাইভেট পার্টি করার জন্য পাকিস্তান ক্রিকেট দলকে আক্রমণ করলেন প্রাক্তন উইকেটকিপার রশিদ লতিফ। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করেছেন লতিফ। বলে দিয়েছেন, চ্যারিটি ইভেন্ট নয় বরং টাকার বিনিময়ে ক্রিকেটারদের সঙ্গে ডিনার করার সুযোগ পিসিবির একদমই খারাপ আইডিয়া।
"অফিশিয়াল ডিনার বলে একটা বস্তু হয়। এটা প্রাইভেট ডিনার। এর অর্থ মাত্র ২৫ ডলার খরচ করলেই আমাদের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করা যাবে। ঈশ্বর না করুন, এটা পুরোপুরি যাচ্ছেতাই। এর অর্থ ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে গিয়ে অর্থোপার্জন করছে।" বলেছেন লতিফ।
প্রাক্তন এই কিপার-ব্যাটার বলে দিয়েছেন, কোনও তহবিল সংক্রান্ত ইভেন্ট হলে সমস্যা ছিল না। তবে মাত্র ২৫ ডলারের বিনিময়ে 'মিট এন্ড গ্রিট' আইডিয়া পিসিবির একদমই দুর্বল সিদ্ধান্ত।
"ফান্ডরেইজার, চ্যারিটি ইভেন্ট ডিনার হলে সমস্যা ছিল না। কিন্তু এটা কোনওটার একটা নয়। এটা একটা প্রাইভেট অনুষ্ঠান যাঁর সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড, প্লেয়ারদের নাম জড়িয়ে রয়েছে। এটাকে ভুল করলে চলবে না।" সংযোজন করেন প্রাক্তন তারকা।
পাকিস্তান কাকুলে গিয়ে আর্মি ট্রেনিং করার পর থেকেই সেভাবে নিজেদের মেলে ধরতে পারছে না। ঘরের মাঠে দুর্বল নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি পূর্ণশক্তির পাক দল। তারপর আয়ারল্যান্ডের কাছে যেমন টি২০ ম্যাচ হারতে হয়েছে, তেমন ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে বিশ্বকাপ খেলতে এসেছেন বাবর আজমরা। স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত মহম্মদ আমেরের সঙ্গে ফেরানো হয়েছে শাদাব খানকে। নতুন কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেন। তবে পাকিস্তান সেই তিমিরেই রয়েছে। বিশ্বকাপে পাকিস্তান ভারতের মুখোমুখি হবে ৯ জুন।