Advertisment
Presenting Partner
Desktop GIF

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক ঘোষাণা

দেশ ও বিদেশের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বদের শ্রদ্ধার্ঘ দিতে হোমেজ সেকশনে ছবি দেখানো হচ্ছে তাদের। তাদের মধ্যে রয়েছেন- বেরনার্দো বার্তোলুচি, মৃণাল সেন, গিরিশ কারনাড, মহম্মদ জাহুর খৈয়াম, স্বরূপ দত্ত, চিন্ময় রায়, বিদ্যা সিনহা ও রুমা গুহঠাকুরতা।

author-image
IE Bangla Web Desk
New Update

কলকাতা চলচ্চিত্র উৎসবকে ঘিরে ইতিমধ্যেই সেজে উঠছে শহর কলকাতা। ২৫তম বর্ষ বলে কথা, কোনও খামতি রাখতে চাননা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই চেয়ারম্যান পদের জন্য রাজ চক্রবর্তীর নাম ঘোষণা হওয়ায় বহু জলঘোলা হয়েছে। তবে সে সবের তোয়াক্কা করেই উৎসবের চমক আনার সমস্ত প্রচেষ্টা করেছেন রাজ। এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে মোট ২১৪ টি ফিচার ছবি দেখাানো হবে। যার মধ্যে থাকবে ১৫২ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র। ৭৬ টি দেশের ছবি দেখানো হতে চলেছে উৎসবে। যার মধ্যে ভুটান, আফগানিস্তান, সিরিয়া, গুয়াতেমালা, উরুগুয়ে, লেবানিয়ার মতো দেশের ছবি রয়েছে।

Advertisment

দেশ ও বিদেশের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বদের শ্রদ্ধার্ঘ দিতে হোমেজ সেকশনে ছবি দেখানো হচ্ছে তাদের। তাদের মধ্যে রয়েছেন- বেরনার্দো বার্তোলুচি, মৃণাল সেন, গিরিশ কারনাড, মহম্মদ জাহুর খৈয়াম, স্বরূপ দত্ত, চিন্ময় রায়, বিদ্যা সিনহা ও রুমা গুহঠাকুরতা। এদিন রাজ চক্রবর্তী বলেন, ”আমাকে এমন একটা দায়িত্ব দিয়েছেন সেটা সবার খুব একটা পছন্দ নয়। তবু চেষ্টা করেছি।” ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। ১৫ তারিখ নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে সমাপ্তি অনুষ্ঠান।

Kolkata International Film Festival
Advertisment