তিন সন্তানকে নিয়ে অন্ধ বাবা-মা'র মেট্রো ভ্রমণ, লাইমলাইট কেড়ে সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল

ভিডিওটি ১৪ লাখের বেশি ভিউ পেয়েছে।

ভিডিওটি ১৪ লাখের বেশি ভিউ পেয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi Metro, VIral Video, trending Video, delhi metro viral video, delhi metro, emotional video, latest emotional video, delhi metro emotional video

ভিডিওটি ১৪ লাখের বেশি ভিউ পেয়েছে।

সন্তানের সুখের জন্য বাবা-মা সব সময়ই প্রাণপাত করে থাকেন। প্রতিটি সন্তানের সঙ্গে বাবা-মায়ের থাকে এমন কিছু মধুর সম্পর্ক যা সারা জীবন তাদের স্মৃতিতে অমলিন হয়ে থাকে। শুধু তাই নয়, বাবা-মা চরম দুঃখ বা কষ্টের মধ্যে থেকেও সন্তানকে ভালোভাবে রাখার চেষ্টায় মরিয়া।

Advertisment

দিল্লি মেট্রোতে রোমান্স এবং নাচের ভিডিও প্রায়ই ভাইরাল হয়। কিন্তু সম্প্রতি দিল্লি মেট্রোর এমন একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখে মানুষ খুব আবেগপ্রবণ হয়ে পড়ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে তিন নিষ্পাপ শিশুকে তাদের অন্ধ বাবা-মায়ের সঙ্গে ঘুরতে দেখা যায়। মানুষ এই ভিডিওটি অনেকে পছন্দ করছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে মেট্রোতে বসে আছেন অন্ধ বাবা-মা। একইসঙ্গে তাদের সঙ্গে তিন সন্তানও রয়েছেন। এত কষ্টের মধ্যেও এই পরিবার একসঙ্গে আছে, মেট্রোতে ভ্রমণ করছেন এটাই বড় কথা। ভাইরাল ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন (@salty_shicha_official) নামের একজন ব্যবহারকারী।

ক্যাপশনে লেখা রয়েছে, 'আজ অফিস থেকে বাড়ি যাওয়ার সময় এই পরিবারকে দেখেছি। অন্ধ বাবা-মা তাদের তিন সন্তানের সঙ্গে মেট্রোতে ভ্রমণ করছেন। ভিডিওটি ১৪ লাখের বেশি ভিউ পেয়েছে।

Advertisment

ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে মানুষ তাদের তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। এক ব্যবহারকারী লিখেছেন, 'পরিবার এমনই হওয়া উচিত।' সেই সঙ্গে এক ব্যবহারকারী লিখেছেন, 'এই পরিবারের আন্তরিকতা দেখে আমার মন ভরে গেল।' একই সঙ্গে এক ব্যবহারকারী লিখেছেন, 'খুব আবেগঘন ভিডিও।'

viral