ক্যাপ্টেন কুলের স্টাইলে হেলিকপ্টার শট, খুদের ব্যাটিং স্কিলে মুগ্ধ বিগ বি, শেয়ার করলেন ভিডিও

ছোট ছেলেটিকে এমএস ধোনির বিখ্যাত হেলিকপ্টার শটটির অনুকরণ করতে দেখা গিয়েছে।

ছোট ছেলেটিকে এমএস ধোনির বিখ্যাত হেলিকপ্টার শটটির অনুকরণ করতে দেখা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Pakistani boy batting skills shocked the Internet, Pakistani boy batting skills, Pakistani boy, Viral video, trending video, Pakistani boy batting video, Pakistani boy video, Pakistani boy viral video, Pakistani boy video viral, viral video of Pakistani boy,

ধোনির মতো হেলিকপ্টার শটে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলল এই পাক খুদে, নজরকাড়া প্রতিভায় চমকে ওঠার জোগাড়। ভিডিও ভাইরাল হতেই ব্যাটিং স্কিল অবাক করেছে সকলকে। মুগ্ধ অমিতাভ বচ্চনও। ছোট ছেলের দুর্দান্ত ব্যাটিংয়ের একটি ক্লিপ অনলাইনে ভাইরাল হচ্ছে। পাকিস্তানের এই শিশুটি তার ব্যাটিং প্রতিভা দিয়ে ইন্টারনেটে মানুষের মন জয় করছে।

Advertisment

আপনি যদি সত্যিকরের একজন ক্রিকেট প্রেমী হন তাহলে এই ভিডিও আপনাকে মুগ্ধ করবেই। একেবারে ক্যাপ্টেন কুলের স্টাইলে ঝোড়ো ব্যাটিং, হেলিকপ্টার শটে রীতিমত সিদ্ধহস্ত এমন এক পাক শিশুর ভিদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে একেবারে অবাক সকলেই। একটি ছোট ছেলের দুর্দান্ত ব্যাটিংয়ের একটি ক্লিপ অনলাইনে ভাইরাল হচ্ছে। পাকিস্তানের এই শিশুটি তার ব্যাটিং প্রতিভা দিয়ে ইন্টারনেটে মানুষের মন জয় করেছে। আপনি এই ভিডিওটি দেখলে তার প্রতিভার তাফির না করে পারবেন না। মেগাস্টার অমিতাভ বচ্চন বাচ্চাটির একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে ছেলেটি আশ্চর্যজনক ব্যাটিং দক্ষতা সকললে তাক লাগিয়ে দিয়েছে।

Advertisment

যদিও অমিতাভ বচ্চন তার ক্যাপশনে উল্লেখ করেছেন, শিশুটি ভারতের, ফুটেজটি পাকিস্তানের সিন্ধু প্রদেশের। @razamahar12 ইনস্টাগ্রাম পেজে ছেলেটির বেশ কিছু ভিডিও পোস্ট করা হয়েছে।ভাইরাল হওয়া এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাজা মাহার নামের এক ব্যবহারকারী। ক্লিপে একজন পেশাদার ক্রিকেটারের মতই ব্যাটিং করতে দেখা যায় শিশুটিকে। একটি ঢিলেঢালা টি-শার্ট এবং মাথায় ক্যাপ পরা, ছোট ছেলের ব্যাটিং দক্ষতা অবাক করেছে অনেক দুঁদে ব্যাটসম্যানকেও।  

ভিডিওটি এখন পর্যন্ত ১৮ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। ক্লিপে, ছোট ছেলেটিকে এমএস ধোনির বিখ্যাত হেলিকপ্টার শটটির অনুকরণ করতে দেখা গিয়েছে।  

viral