Advertisment

এই চিনা গায়কের গলায় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শুনলে স্তব্ধ হয়ে যাবেন, দেখুন ভিডিওতে!

চং চিউ সেন। নামটা চিনা হলেও তিনি আসলে ভারতীয় ধ্রুপদী সঙ্গীত শিল্পী। তাঁর গলায় শঙ্করাভরম রাগ না শুনলে একটি চরম অভিজ্ঞতা অধরাই থেকে যাবে আপনার। শুনুন ভিডিওতে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কথায় আছে সঙ্গীত দিয়ে যেকোনও বাধাই ভেঙে ফেলা যায়, তাতে কোনও ভাষার ব্যবধান থাকেনা। আর এমনটাই প্রমান করলেন এই চিনা সঙ্গীত শিল্পী। মালয়েশিয়া-বাসী এই শিল্পীর আসল নাম  চং চিউ সেন হলেও তাঁর কর্নাটকী ঘরানার সঙ্গীতগুরু ডি কে পাট্টাম্মালের দেওয়া ভারতীয় নাম শ্রী মাধব মোহন কুমার নামটিই বেশী পছন্দ তাঁর।

Advertisment

তাঁর গলায় শঙ্করাভরম রাগে সুর ধরা মাত্রই ছুঁয়ে ফেললেন শ্রোতাদের মন।  ভারতীয় এই সঙ্গীত ঘরানাকে কী অসীম দক্ষতায়  রপ্ত করেছেন তিনি তা তাঁর কন্ঠে না শুনলে আপনার অজানাই থেকে যাবে। শুনুন ভিডিওতে।

viral classical music
Advertisment