New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/gan.jpg)
কথায় আছে সঙ্গীত দিয়ে যেকোনও বাধাই ভেঙে ফেলা যায়, তাতে কোনও ভাষার ব্যবধান থাকেনা। আর এমনটাই প্রমান করলেন এই চিনা সঙ্গীত শিল্পী। মালয়েশিয়া-বাসী এই শিল্পীর আসল নাম চং চিউ সেন হলেও তাঁর কর্নাটকী ঘরানার সঙ্গীতগুরু ডি কে পাট্টাম্মালের দেওয়া ভারতীয় নাম শ্রী মাধব মোহন কুমার নামটিই বেশী পছন্দ তাঁর।
Advertisment
তাঁর গলায় শঙ্করাভরম রাগে সুর ধরা মাত্রই ছুঁয়ে ফেললেন শ্রোতাদের মন। ভারতীয় এই সঙ্গীত ঘরানাকে কী অসীম দক্ষতায় রপ্ত করেছেন তিনি তা তাঁর কন্ঠে না শুনলে আপনার অজানাই থেকে যাবে। শুনুন ভিডিওতে।
Advertisment
The Chinese singer Mr Chong Chou Sen singing "Shankarabharanam"
Really great and an awesome experience, it may surprise every Indian. pic.twitter.com/4BQ8lKz3oq— J Nandakumar (@kumarnandaj) 5 May 2018