সৌন্দর্য নাপসন্দ, লক্ষ লক্ষ টাকায় চেহারার দফারফা

কপাল থেকে শুরু করে চুলের স্টাইলের পাশাপাশি জেসি কানের আকৃতিও বদল করেছেন।

কপাল থেকে শুরু করে চুলের স্টাইলের পাশাপাশি জেসি কানের আকৃতিও বদল করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral News, Viral News Hindi, Viral News Hindi Today, Video Viral News, Video Viral, Trending News, Trending News Hindi, Trending News In Hindi, Viral, Viral Video, Viral news, Viral Photo

নিজের সুন্দর চেহারা বদল করতে এখন পর্যন্ত লাখ লাখ টাকা খরচ করেছেন এই তরুণী। এখন প্রশ্ন কেন নিজের সৌন্দর্য নিয়ে এত বিরক্ত হয়ে এমন সিদ্ধান্ত নিলেন তিনি? সারা বিশ্বে অনেকেই আছেন যারা নিজেদের চেহারা নিয়ে সন্তুষ্ট নন। চেহারার ভোলবদল করতে লাখ লাখ টাকা খরচ করে প্লাস্টিক এবং কসমেটিক সার্জারির আশ্রয় নিয়ে থাকেন। তারা মনে করেন, এইসব অস্ত্রোপচার তাদের সৌন্দর্য বৃদ্ধি করবে।  তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক কাহিনী ভাইরাল হয়েছে যেখানে এক তরুণী, নিজের চেহারার সৌন্দর্যকে কদর্যতায় বদলে দিতে অদ্ভুত সিদ্ধান্ত নেন ।

Advertisment

সুন্দর চেহারার ভোলবদলে তাকে জঘন্য আকার দিতে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন তিনি। কেন নিজের সৌন্দর্য নিয়ে এত বিরক্ত হয়ে নিজেকে কুৎসিত করে তোলার সিদ্ধান্ত নিলেন ওই তরুণী? মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস শহরের এই মহিলার নাম জেসি, যার বয়স মাত্র ২৭ বছর। আসলে জেসি তার চেহারা নিয়ে একেবারেই সন্তুষ্ট নন। তিনি নিজেকে সকলের থেকে আলাদা হিসাবে দেখতে চেয়েছিলেন। নিজের ইচ্ছেমতো রূপ  পেতে, জেসি তার চেহারার ভোলবদল করেন। জেসি তার নতুন চেহারায় খুব খুশি। সে এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ।

কপাল থেকে শুরু করে চুলের স্টাইলের পাশাপাশি জেসি কানের আকৃতিও বদল করেছেন। জেসির ইচ্ছা আপনাকে অবশ্যই বিস্মিত করেছে, আর এই কারণেই সোশ্যাল মিডিয়ায় জেসির কাহিনী তুমুল ভাইরাল।

viral