Advertisment

মহুয়া মৈত্র ইস্যুতে কী অবস্থান তৃণমূলের? জানিয়ে দিলেন অভিষেক

কী বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক?

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee stand by Mahua Maitra in ethics committee recommendation debate , এথিক্স কমিটির সুপারিশ বিতর্কে মহুয়া মৈত্রর পাশে দাঁড়ালেন অভিষেক ব্যানার্জী

মহুয়া মৈত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ঘুষের বদলে লোকসভায় প্রশ্ন কাণ্ডে বিপাকে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। আনুষ্ঠানিকভাবে দলীয় সাংসদের বিরুদ্ধে ওটা অভিযোগ নিয়ে এখনও নীরব তৃণমূল। তবে এথিক্স কমিটির খসড়া সুপারিশ চূড়ান্ত হওয়ার আগেই বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে দাঁড়িয়ে মহুয়ার পাশে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগের প্রেক্ষিতে এথিক্স কমিটির উদ্দেশ্য নয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, 'মহুয়ার ব্যাপারে এথিক্স কমিটির উদ্দেশ্য ও বিধেয় পরিষ্কার। সংসদের প্রিভিলেজ কমিটির সামনে কত অভিযোগ জমা পড়ে রয়েছে। লোকসভায় দাঁড়িয়ে বিজেপির সাংসদ রমেশ বিদুরি যে অশালীন কথা বলেছিলেন, সেই অভিযোগও ঝুলে রয়েছে। কিন্তু সেগুলোর শুনানি হচ্ছে না। আর মহুয়ার ব্যাপারে মাত্র তিনটে সিটিংয়ে খসড়া সুপারিশ তৈরি হয়ে গেল।'

Advertisment

বিপাকে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। ঘুষের বদলে লোকসভায় প্রশ্ন কাণ্ডে তৃণমূল সাংসদের বিরুদ্ধে কী গরণের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে এথিক্স কমিটির খসড়া সুপারিশ বুধবার রাতে কমিটির সব সদস্যের কাছে পাঠানো হয়। যা ফাঁস হয়ে গিয়েছে। সেই সুপারিশে খসড়া রিপোর্টে উল্লেখ রয়েছে, মহুয়া মৈত্রর সাংসদ পদ অবিলম্বে খারিজ করতে হবে। এছাড়া, মহুয়ার বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রাতিষ্ঠানিক ফৌজদারি তদন্তেরও সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন- তোলপাড় ফেলা খবরে কেঁপে উঠল জাতীয় রাজনীতি! মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিলের সুপারিশ

এই সুপারিশ নিয়ে অভিষেকের বক্তব্য, 'আমার কাছেও কমিটির সুপারিশের রিপোর্টের কিছুটা এসেছে। সেটায় দেখলাম মহুয়ার সাংসদ পদ খারিজের কথা বলা হয়েছে। একই সঙ্গে তদন্ত করার কথাও বলা হয়েছে। তার মানে তদন্ত না করেই সদস্য পদ খারিজ করতে চাইছে বিজেপি। এটাই ছিল ওদের উদ্দেশ্য।'

আরও পড়ুন- মাত্র ১ ঘন্টা, ইডি দফতর ছাড়লেন অভিষেক, হল না কোনও জিজ্ঞাসাবাদ!

মহুয়া মৈত্রর প্রতি আস্থা দেখিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'আমি মনে করি মহুয়া একাই ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য যথেষ্ট। ও ঠিক লড়াই চালিয়ে যাবে।'

tmc abhishek banerjee Mahua Moitra
Advertisment