রাজ্যে ফের কোটি কোটি টাকা উদ্ধার। হাওড়ার শিবপুরে ব্যবসায়ীর বাড়ির গ্যারাজ থেকে উদ্ধার নগদ ২ কোটি টাকা ও প্রচুর সোনার গয়না-হীরে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিবপুরে।
পুলিশ সূত্রে খবর, একটি বেসরকারি ব্যাঙ্কের তরফে লালবাজারে অভিযোগ দায়ের হয়। এক গ্রাহকের অ্যাকাউন্টে আচমকা মোটা টাকার লেনদেন নিয়ে সন্দেহ হয় ব্যাঙ্কের। শনিবার ওই শিবপুরে ওই ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ। তার পর টাকা ও গয়না উদ্ধার করে পুলিশ।
জানা গিয়েছে, পেশায় ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের বাড়ির গ্যারাজে হানা দিয়ে উদ্ধার হয়েছে টাকা ও গয়না। ব্যবসায়ীর দুটি অ্যাকাউন্টে ২০ কোটি টাকার হদিশ মেলে। এর পর দুটি অ্যাকাউন্ট ব্লক করে কলকাতা পুলিশ। মোট ২২ কোটির সন্ধান পাওয়া গিয়েছে।
গত ১৪ অক্টোবর লালবাজারে অভিযোগ দায়ের হয়। তদন্তে দেখা যায়, দুটি অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হয়েছে। শনিবার শিবপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা দেন পুলিশ আধিকারিকরা। গ্যারাজে তল্লাশি চালানো হয়। একটি গাড়ির মধ্যে নগদ ২ কোটি টাকা ও প্রচুর গয়না উদ্ধার হয়।
আরও পড়ুন ‘ED-র মুখোমুখি হতে তৈরি’, বিরাট ইঙ্গিতে হইচই ফেললেন বীরভূমের তৃণমূল নেতা
তবে ব্যবসায়ীর কোনও খোঁজ পাওয়া যায়নি। এত বিপুল পরিমাণ টাকা ও গয়না তাঁর কাছে কোথা থেকে এল তার সন্ধান চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের বাড়ির খাটের নীচ থেকে ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। এর পর ২৩ সেপ্টেম্বর গাজিয়াবাদ থেকে আমির খানকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা চক্র চালাতেন আমির খান।
আরও পড়ুন নিয়োগ দুর্নীতি মামলা: মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব ইডি-র
এবার হাওড়ায় ব্যবসায়ীর বাড়ির গ্যারাজ থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার ঘটনায় রহস্য দানা বেঁধেছে। ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।