Advertisment

ডাম্পারের চাকায় পিষ্ট মহিলা, অগ্নিগর্ভ শ্রীরামপুর, পুলিশ কিয়স্কে ভাঙচুর-আগুন

ডাম্পারের ধাক্কায় এক মহিলার মৃত্যু ঘিরে এবার উত্তপ্ত হুগলির শ্রীরাপুর।

author-image
IE Bangla Web Desk
New Update
Blockade-protest in Serampore over the death of a woman hit by a dumper

পথ দুর্ঘটনায় মৃত্যু ঘিরে উত্তপ্ত শ্রীরামপুর।

ডাম্পারের ধাক্কায় এক মহিলার মৃত্যু ঘিরে এবার উত্তপ্ত হুগলির শ্রীরাপুর। মহিলার মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে তুমুল উত্তেজনা গোটা এলাকায়। অগ্নিগর্ভ পরিস্থিতি শ্রীরামপুরের দিল্লি রোডে। পথ আটকে বিক্ষোভ, আগুন। রাস্তায় টায়ার জ্বালিয়ে পুলিশ কিয়স্কে ভাঙচুর চালিয়ে অবরোধ-প্রতিবাদ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় RAF।

Advertisment

এবার উত্তপ্ত হুগলির শ্রীরামপুর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবা সকালে দুর্ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের পিয়ারাপুর পুলিশ ফাঁড়ির কাছেই। দিল্লি রোড দিয়ে ধেয়ে আসা একটি ডাম্পার সাইকেল আরোহী এক মহিলাকে ধাক্কা দেয়। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই মহিলার। সুযোগ বুঝে এলাকা থেকে পালিয়ে যায় ডাম্পারের চালক।

এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। শুরু হয় রাস্তা অবরোধ। গাড়ির বেপরোয়া গতি নিয়ন্ত্রণে পুলিশের কোনও হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের। এমনকী এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়েন থাকলেও দুর্ঘটনার বহর এড়ানো যায় না বলেই অভিযোগ স্থানীয়দের।

আরও পড়ুন- ‘আমি কিছু জানি না, সব বাবা জানেন’, জেরায় হাউ হাউ করে কান্না সুকন্যার!

এদিন ওই দুর্ঘটনার পর থেকে টানা রাস্তা অবরোধ করে রেখে বিক্ষোভ শুরু করেন স্থায়ীয়রা। উত্তেজিত জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। এরই মধ্যে পুলিশ কিয়স্কে গিয়ে ভাঙচুর চালায় কয়েকজন। এলাকার উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম দশা হয় পুলিশের। পরে বিশাল পুলিশ বাহিনী ও RAF মোতায়েন করা হয় এলাকায়।

আরও পড়ুন- বাকি মামলাও তাঁর হাত থেকে সরে যেতে পারে, আশঙ্কা খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরই

এলাকাসীর অভিযোগ, ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও বারবার ওই এলাকায় দুর্ঘটনা ঘটছে। মাস খানেক আগেও শ্রীরামপুরের দিল্লি রোডে মারাত্মক একটি দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছিল বলে জানান বাসিন্দারা। তারপরেও বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণে পুলিশ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বাসিন্দাদের।

hooghly news accident West Bengal Road Accident
Advertisment