Advertisment

চিকিৎসকের যুগান্তকারী উদ্যোগ! অতুলনীয় কীর্তি অনন্য এক উদাহরণ…

শিশু চিকিৎসকের এমন উদ্যোগ সাড়া ফেলে দিয়েছে। তাঁর এই অতুলনীয় উদ্যোগের প্রশংসা সর্বত্র।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Dr Prabir Bhowmiks pledge to provide free medical services to children

এক শিশুর শারীরিক পরীক্ষায় ব্যস্ত চিকিৎসক প্রবীর ভৌমিক।

অভিবন উদ্যোগ এক চিকিৎসকতের। শিশু দিবসে এক শিশু চিকিৎসকের এমন উদ্যোগ সাড়া ফেলে দিয়েছে জেলা জুড়ে। তাঁর এই অতুলনীয় উদ্যোগের প্রশংসা সর্বত্র। শিশু চিকিৎসক প্রবীর ভৌমিকের এমন কীর্তি নিয়ে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিশিষ্ট চিকিৎসকের এমন মহানুভবতার প্রশংসা সর্বত্র।

Advertisment

কী এমন করেছেন চিকিৎসক প্রবীর ভৌমিক? যা নিয়ে এত আলোচনা….

একটি নয়, দুটি নয় তিন-তিনটি গ্রাম 'দত্তক' নিয়েছেন পেশায় শিশু চিকিৎসক প্রবীর ভৌমিক। কোলাঘাটে মঙ্গলবার ১৪ নভেম্বর কেক কেটে শিশু দিবস পালন করেছেন তিনি। এদিন কোলাঘাটের বাসিন্দা এই শিশু চিকিৎসক এলাকার তিনটি গ্রামের ৫২ শিশুর বিনা খরচে চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। শিশুদের একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত বিনা খরচে চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছেন প্রবীর ভৌমিক।

publive-image

বাচ্চাদের নিয়ে কেক কেটে শিশু দিবস পালন চিকিৎসক প্রবীর ভৌমিকের।

রীতিমতো ফ্রি হেলথ কার্ড তৈরি করে ৫২ শিশুর পরিবারের হাতে সেই হেলথ কার্ড তুলেও দিয়েছেন তিনি। মঙ্গলবার শিশু দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী ও অন্য বিশিষ্টরা। কেক কেটে এলাকার শিশুদের নিয়ে শিশু দিবস সাড়ম্বরে পালন করা হয়। প্রতিটি শিশুকে নিজের হাতে কেক খাইয়েছেন চিকিৎসক প্রবীর ভৌমিক। আজ সম্পূর্ণ বিনামূল্যে তাঁদের শারীরিক পরীক্ষাও করেছেন তিনি। বিশিষ্ট চিকিৎসকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।

এদিন চিকিৎসক প্রবীর ভৌমিক বলেন, "দীর্ঘ কয়েক বছর ধরে রাজ্যের ৪/৫ টি জেলার শিশুদের চিকিৎসা পরিষেবা দিয়ে আসছি। শুধু পরিষেবা দিলেই তো হয় না, তাঁদের পাশেও দাঁড়াতে হবে। তাঁদের সাহায্য করতে হবে। তাই গত চার বছর ধরে একটি করে গ্রাম দত্তক নিয়ে সেখানকার দরিদ্র শিশুদের চিকিৎসার দায়িত্ব নিচ্ছি। একটি হেলথ কার্ড দেওয়া হয়েছে। সেই হেলথ কার্ডটি দেখিয়ে সারা বছর সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নেওয়া যাবে। এবছর স্থানীয় মানুষ ও প্রশাসনের কথায় দায়িত্বটা একটু বাড়াতে হল।"

তিনি আরও বলেন, "এবছর তিনটি গ্রামের (কোলাঘাটের - খারুই-১, অমলহান্ডা, শাওড়া ) মোট ৫২ জন শিশুর অভিভাবকদের হেলথ কার্ড তুলে দেওয়া হয়েছে। সারা বছর তাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেব। গত কয়েক বছর ধরে এমনই পরিষেবা দিয়ে চলেছি। সমাজের জন্য এটা করে যাব।"

West Bengal treatment children
Advertisment