তীব্র গরমে হাঁসফাঁস করছে পশ্চিমবঙ্গ। দাবদাহে পুড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। আলিপুর আবহাওয়া দফতর সপ্তাহান্তে কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিলেও ভয়ঙ্কর বার্তা দিল দিল্লির মৌসম ভবন। দেশের অধিকাংশ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ।
Advertisment
মঙ্গলবার পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আইএমডি-র আধিকারিক নরেশ কুমার জানিয়েছেন, শুধু দিল্লিতে নয়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সমতল এবং মধ্যপ্রদেশ, পূর্ব ভারতের একাধিক অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আইএমডি জানিয়েছে, উত্তর-পশ্চিম, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি বেশি থাকবে।
পূর্ব ভারতে বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গত চারদিন ধরে তাপপ্রবাহ দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের জন্য কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের। হাওয়া অফিস জানাচ্ছে- আগামী ৪ দিন দক্ষিণের সব জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তবে পারদ নামবে আগামী শুক্রবারের (২১ এপ্রিল) পর থেকে। তবে স্থানীয়ভাবে, পুঞ্জিভূত মেঘ থেকে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বৃষ্টি হতে পারে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুরে। এছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতে।