Advertisment

Justice Amrita Sinha: জাস্টিস অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে তদন্তে সিআইডি-ই, CBI তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের

Justice Amrita Sinha: সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলায় সিবিআই তদন্তের কোনও দরকার নেই। সিআইডিই আগের মতো তদন্ত করবে।

author-image
IE Bangla Web Desk
New Update
CID ordered Justice Amrita Sinhas husband to surrender his mobile , তিনবার তলবেই ক্ষান্ত নয় সিআইডি, আরও অস্বস্তি বাড়ল বিচারপতি অমৃতা সিনহার স্বামীর

বিচারপতি অমৃতা সিনহা (বাঁদিকে)।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপচন্দ্র দে-র বিরুদ্ধে সিআইডিই তদন্ত করবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রতাপচন্দ্র দে-র বিরুদ্ধে পুলিশি তদন্তে প্রভাব খাটানোর অভিযোগে তদন্ত করছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। এর বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিচারপতির স্বামী। কিন্তু সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন তাঁর আইনজীবী। তাঁর অভিযোগ ছিল, রাজ্য পুলিশ নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে তদন্ত করছে। তাই সিবিআই তদন্তের দাবি করেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত।

Advertisment

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলায় সিবিআই তদন্তের কোনও দরকার নেই। সিআইডিই আগের মতো তদন্ত করবে। উল্লেখ্য, কলকাতার এক প্রবীণ মহিলা এবং তাঁর মেয়ে সুপ্রিম কোর্টে মামলা করে জানান সম্পত্তি বিবাদের মামলায় তাঁর আত্মীয়দের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। কিন্তু সেই আত্মীয়রা প্রতাপচন্দ্র দে-কে আইনজীবী নিয়োগ করার পর তাঁরা পুলিশি তদন্তে প্রভাব খাটাতে শুরু করেন।

সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, পুলিশ কোনও চাপের মুখে যেন মাথা নত না করে। নিজেদের মতো করে তদন্ত করবে। রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে জানান, পুলিশকে চাপ দেওয়া হচ্ছে। কিন্তু সুপ্রিম বিচারপতিরা জানান, চাপের কোনও প্রশ্ন নেই। পুলিশ জানে কীভাবে চাপ সামলাতে হয়।

আরও পড়ুন Justice Abhijit Ganguly: তৃণমূলের কুণাল ঘোষ কেমন? এজলাসে বসে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

এদিন বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ ওই মহিলার আইনজীবীকে প্রশ্ন করেন. তদন্ত আইন অনুযায়ী এগোচ্ছে কি না। এর পরে এই মামলায় আর কী অবশিষ্ট রয়েছে। আইনজীবী বলেন, তদন্তের বিষয়ে তাঁর কোনও কিছু জানা নেই। এই মামলায় শুক্রবার ফের শুনানি হবে।

CID West Bengal Supreme Court of India Justice Amrita Sinha
Advertisment