/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/Rain-4.jpg)
ফাইল ছবি। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
নিম্নচাপের জেরে শনিবারও দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। আজও সমুদ্র থাকবে উত্তাল। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে পুরোপুরিভাবে নিষেধ করা হয়েছে। অন্যদিকে, নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি আজ দমকা হাওয়া চলবে। সমুদ্র পাড় এলাকা থেকে ইতিমধ্যেই বাসিন্দাদের অন্যত্র সরানো হয়েছে।
অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণাবর্ত। শুক্রবার থেকেই যার প্রভাব পড়তে শুরু করেছে। শুক্রবার দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি চলেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দুর্যোগের রেশ থাকবে শনিবারও।
আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টি হতে পারে। তবে উপকূলের জেলায় দুর্যোগের সম্ভাবনা বেশি। আহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি-ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- বর্ধমানের ‘বিজয় তোরণে’র সামনে বসছে রাজা-রানির মূর্তি, তুঙ্গে বিতর্ক
অতি ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। শহর কলকাতা, হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে, এবারের বর্ষায় দুই বঙ্গের ক্ষেত্রেই বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়েছে। যদিও নিম্নচাপের হাত ধরে সেই ঘাটতি কিছুটা পূরণ হলেও সবটা হবে না।
শনিবার দিনভর দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি চললেও রবিবার সকালের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলেই মনে করছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।