Advertisment

গঙ্গায় জাল ফেলতেই উঠল 'দানব'! তাক লাগানো ওজনে শিহরণ

হইহই কাণ্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
malda manikchak big fish baghar caught from river ganges , গঙ্গায় জাল ফেলতেই উঠল দানব বাঘার মাছ তাক লাগানো ওজনে শিহরণ

এই সেই বাঘার মাছ।

মালদার গঙ্গা নদীতে ধরা পড়ল প্রায় ৯১ কেজির বাঘার মাছ। মাছ নয়, যেন আস্ত একটা দানব। আর সেই বাঘার মাছকে ঘিরেই বুধবার সকাল থেকেই ব্যাপক কৌতুহল তৈরি হয় মালদা শহরের নেতাজি পুরো মার্কেটের মাছ বাজারে এলাকায়।

Advertisment

বাজারে জলধোয়া শানের উপর রাখা ছিল মাছটিকে। প্রচুর মানুষ বাজার করতে এসে পেল্লাই আকৃতির এই মাছকে দেখতে ভিড় করেন। মোবাইল বের করে ছবি, ভিডিও তোলা হয় দেদার। উৎসাহী জনতাকে সন্তুষ্ট করতে মাঝে মধ্যেই হাত গলিয়ে মাছটির হাঁ মুখের ভিতর পর্যন্তও দেখানো হচ্ছিল। ফাঁসজালে আটকে গিয়েই ফরাক্কার গঙ্গা থেকেই এই বাঘার মাছটি জেলেরা ধরতে পেরেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এদিন সকাল থেকেই এই বাঘারমাছকে ঘিরেই হৈ হৈ কাণ্ড। শেষ পর্যন্ত আড়তে দানব মাছটি ৩০ হাজার টাকায় কেনেন এক পাইকারি ব্যবসায়ী।

নেতাজি পুরো মার্কেটের একাংশ মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, এই মাছ ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে। বিক্রি হয়ে থাকে। বিশাল ওজনের মাছটিকে নড়াতেও হিমশিম খেতে হয় ব্যবসায়ীদের।

গঙ্গায় মাছ ধরার সময় কয়েকজন জেলের জালে উঠে আসে বিশাল আকৃতির বাঘার মাছ। ভালো দাম পাওয়ার আশায় মাছটিকে মাছ আড়তে নিয়ে আসা হয়।

Malda Maldah fishing
Advertisment