আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে পুনর্নির্বাচন। পূর্ব বর্ধমানের ভাতারের ঝর্ণা গ্রামের ১৮ নম্বর বুথে এবং পূর্বস্থলী ২ ব্লকের মুকশিমপাড়া পঞ্চায়েতের ১০২ নম্বর এবং ১০২-এর কেএ (KA) দু'টি বুথে সোমবার সকাল থেকে লাইনে ভোটাররা। নির্দিষ্ট সময়েই শুরু হয়ে যায় ভোটগ্রহণ। বুথের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
Advertisment
এর আগে গত শনিবার ভাতারের ঝর্ণা গ্রামের ১৮ নম্বর বুথে গণ্ডগোল চলে। বুথ থেকে তিনটি ব্যালটবক্স ছিনিয়ে নিয়ে চলে যায় একদল উত্তেজিত জনতা। পরে পুকুরের জল থেকে সেগুলি উদ্ধার করে পুলিশ। প্রশাসন এই বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল।
বিরোধীদের দাবি, বেলা বাড়তেই গত শনিবার তৃণমূল কর্মীরা বুথে ঢুকে অবাধে ছাপ্পা ভোট দেওয়া শুরু করে। বাধা দিলে উল্টে শাসানি ও হুমকি মেলে। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, তারা ভোট দিতে গেলে তাদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছিল। এরপর ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ ভোট গ্রহণ কেন্দ্র থেকে ১৮ নম্বর বুথের তিনটি বাক্স ছিনতাই করে নিয়ে যায়। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের তিনটি ব্যালটবক্সই পুকুরের জলে ফেলে দেওয়া হয়।