Advertisment

নাগরিকত্ব আইন প্রতিবাদ: পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল বেলডাঙাগামী জওয়ানের

রেলের সম্পত্তি সুরক্ষিত রাখার উদেশ্য কলকাতার কাশিপুর থেকে বেলডাঙ্গায় যাওয়ার পথে ৩৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনার কবলে পড়ে আরপিএফ কর্মীদের গাড়ী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নাগরিকত্ব আইনের প্রতিবাদ রোখার পথেই প্রাণ হারালেন আরপিএফ কর্মী। ছবি- মৌলিক কান্তি মন্ডল

রবিবারেও রাজ্যজুড়ে বহাল নাগরিকত্ব আইনের প্রতিবাদের রেশ। সেই বিক্ষোভের আঁচ থামাতে গিয়ে পথ দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক আরপিএফ কর্মী ধর্মেন্দ্র সিং মিনার।

Advertisment

ঠিক কী হয়েছে?

নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। ট্রেন আটকে ও সড়ক অবরোধ করে বিক্ষোভ আন্দোলন চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এদিকে, রেলের সম্পত্তি সুরক্ষিত রাখার উদেশ্য কলকাতার কাশিপুর থেকে বেলডাঙ্গায় যাওয়ার পথে ৩৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনার কবলে পড়ে আরপিএফ কর্মীদের গাড়ী। ঘটনাস্থলে মৃত্যু হয় এক আরপিএফ কর্মীর। ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

publive-image দুর্ঘটনা কবলিত আরফিএফের গাড়ি। ছবি- মৌলিক মন্ডল

আরও পড়ুন: এনআরসি-কে সমর্থন নয়, সুর চড়াল এনডিএ শরিক

রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাসিপাড়া এলাকায়। সূত্রের খবর,শনিবার নাগরিকত্ব আইন নিয়ে আন্দোলনের জেরে রেল স্টেশন থেকে শুরু করে ট্রেনের কামরায় ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ জন আরপিএফ কর্মীরা বেলডাঙ্গার উদ্দেশে যাত্রা করেছিলেন। স্থানীয়দের অভিযোগ, নাকাসিপাড়া থানার বেথুয়াডহরি যুগপুর রেলগেটের কাছে একটি লরিতে ধাক্কা মারে আরপিএফের গাড়িটি। জানা গিয়েছে, মৃত ধর্মেন্দ্র সিং মিনা রাজস্থান এর বাসিন্দা। ঘটনায় আহতদের বেথুয়াডহরি গ্রামীন হাসপাতালে চিকিৎসা চলছে। যদিও তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ভোরে জাতীয় সড়কে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা।

আরও পড়ুন: এনআরসি আসতে চলেছে, দেশ জুড়ে মসজিদ থেকে দেওয়া হচ্ছে বিশেষ বার্তা

উল্লেখ্য, শনিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদের বেলডাঙা স্টেশনে। রেল অবরোধে বাধা দিতে গেলে বেধড়ক মারধর করা হয় আরপিএফ কর্মীদের। তাতে গুরুতর জখম হন একজন। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে বেলডাঙা স্টেশনে আগুন জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা।

accident RPF West Bengal
Advertisment